Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নোয়াখালীতে ডায়রিয়ায় এক সপ্তাহে ১০ জনের মৃত্যু

সহস্রাধিক আক্রান্ত

নোয়াখালী ব্যুরো : | প্রকাশের সময় : ১০ জুন, ২০২১, ১২:০০ এএম

নোয়াখালীর বিভিন্ন উপজেলায় ডায়ারিয়া দেখা দিয়েছে। গত এক সপ্তাহে ডায়ারিয়ায় আক্রান্ত হয়েছে ১০জনের মৃত্যু হয়েছে। এছাড়া সহস্রাধিক আক্রান্ত হয়েছে। সিভিল সার্জন ডা. ইফতেখার মাসুম ৬ জনের মৃত্যুর এবং ৬০৬ জন আক্রান্তের খবর জানান। এরআগে এপ্রিল-মে মাসে ডায়ারিয়ায় আক্রান্ত হয়ে ১৪ জনের মৃত্যু হয়েছে এবং একই সময় আক্রান্ত হয়েছে ৪ হাজার ৭৭১ জন।

সূবর্ণচর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শায়লা জানান, এ উপজেলায় ডায়ারিয়ার এন্টিবায়োটিক ওষধসহ স্যালাইনের সঙ্কট রয়েছে। এদিকে চাটখিল, বেগমগঞ্জ, সোনাইমুড়ি ও হাতিয়ায় ডায়ারিয়ার প্রকোপ দেখা দিয়েছে। এ প্রসঙ্গে নোয়াখালীর সিভিল সার্জন জানান, স্যালাইনসহ পর্যাপ্ত ওষধ বিভিন্ন উপজেলায় প্রেরণ করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ডায়রিয়া

১৯ আগস্ট, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ