Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হুঁশিয়ারি অনুতপ্ত মোহামেডানকে

সুরক্ষা বলয় ভঙ্গ

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১০ জুন, ২০২১, ১২:০২ এএম

ঢাকা প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টিতে অনুশীলনের সময় সুরক্ষা বলয় ভাঙ্গার অভিযোগ ছিল মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে। কিন্তু শুনানিতে স্বীকার করে অনুতপ্ত হওয়ায় ঐতিহ্যবাহী ক্লাবটিকে হুঁশিয়ার করেই আপাতত ছেড়ে দিচ্ছে বিসিবি।
ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম) চেয়ারম্যান কাজী ইনাম আহমেদ গতকাল এক ভিডিও বিবৃতিতে জানান, মোহামেডান আনুষ্ঠানিকভাবে দুঃখপ্রকাশ করেছে, আর এতেই তারা খুশি, ‘বিসিবি ও সিসিডিএম থেকে আমরা শুনানি করেছি...। মোহামেডান ক্লাবের শীর্ষ কর্তারা ছিলেন, অধিনায়ক সাকিব আল হাসান ছিলেন, ম্যানেজার ছিলেন। দুর্ভাগ্যজনক যে সুরক্ষা বলয় ভঙ্গের ঘটনা ঘটেছে এটা নিয়ে তারাও অবগত, তারাও সেটা শেয়ার করেছেন। তারা দুঃখ প্রকাশ করেছেন।’
এর আগে গত শনিবার সুরক্ষা বলয় ভাঙ্গার জন্য ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছিলেন ইনাম। কিন্তু বাস্তবে তাকে কোন ব্যবস্থাই নিতে দেখা গেল না, ‘আমরা বিসিবি থেকে ও সিসিডিএম থেকে নিশ্চিত করতে চাই যে, সামনে টুর্নামেন্ট যেন নিরাপদে হয়। এটা নিশ্চিত করতে আমরা সব ক্লাবের সঙ্গে যোগাযোগ করেছি। বায়ো বাবলের মেইনটেন্স যেন ঠিক থাকে সেটা নিশ্চিত করতে ধারাবাহিকভাবে কাজ করছি। সামনে যেন এই ধরনের কোনো ঘটনা না ঘটে এর জন্য মোহামেডান ক্লাবকেও একটা নোটিশ আমরা দিব। আশা করছি, আমরা টুর্নামেন্টটি সফলভাবে চালিয়ে নিয়ে যেতে পারব।’
পুরো ঘটনাটিতে অস্পষ্টতা রেখেছে বিসিবি। এর আগে বিবৃতিতে বলা হয়েছিল মোহামেডানের অনুশীলনে সুরক্ষা বলয় ভাঙ্গার সম্ভাব্য ঘটনা ঘটেছে। কিন্তু কে কীভাবে বলয় ভেঙ্গেছেন তা জানানো হয়নি। ওই দিন মোহামেডানের ছিল ঐচ্ছিক অনুশীলন। ব্যাটিং অনুশীলনে আসেন কেবল অধিনায়ক সাকিব আল হাসান। তার সঙ্গে ছিলেন সহকারী কোচ মেহরাব হোসেন অপি, ম্যানেজার সাজ্জাদ হোসেন। এসময় বলয়ের বাইরে থেকে একজন ভেতরে ঢুকেছেন বলে অভিযোগ আসে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মোহামেডান

৯ এপ্রিল, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ