মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
সিরিয়ায় আবার বিমান হামলা চালিয়েছে ইসরাইল। মঙ্গলবারের এ হামলায় সিরিয়ার কমপক্ষে ১১জন সৈন্য মারা গেছে বলে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে।
ব্রিটেনভিত্তিক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস আরো জানায়, মঙ্গলবার ইসরাইলের বিমান থেকে হোমস, হামা, লাতাকিয়া প্রদেশ এবং রাজধানী দামেস্কে বেশ কিছু হামলা চালানো হয়। হোমস নগরীর কাছের গ্রাম খিরবেতের কাছেই হেজবুল্লাহর একটি অস্ত্রের গুদাম রয়েছে। সেখানে ইসরাইলের চালানো বিমান হামলায় ১১ জন প্রাণ হারায়।
সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের প্রধান রামি আব্দুল রহমান বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘কমপক্ষে সাতজন সেনাসদস্য এবং ন্যাশনাল ডিফেন্স ফোর্সের চারজন মিলিশিয়া মারা গেছেন।’ ইসরাইল ও হামাসের মধ্যে টানা ১১ দিনের যুদ্ধের পর এই প্রথম সিরিয়ায় বিমান হামলা চালালো ইসরাইল। ২১ মে মিশরের মধ্যস্থতায় যুদ্ধবিরতি মেনে নেয় হামাস ও ইসরাইল। ২০১১ সালে সিরিয়ায় যুদ্ধ শুরু হয়। এরপর থেকে সিরিয়ার ওপর অনেক বার বিমান হামলা চালিয়েছে ইসরাইল। সূত্র: এএফপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।