বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
দক্ষিণাঞ্চলে এখনো প্রতিদিন গড়ে ২শ’ ডায়রিয়া আক্রান্ত নারী-পুরুষ ও শিশু ছয়টি জেলার সরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তবে পূর্বের তুলনায় এ পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে। ইতোমধ্যে সরকারি হিসেবে মোট আক্রান্তের সংখ্যা ৬০ হাজার অতিক্রম করেছে। মৃত্যু হয়েছে ২২ জনের।
জানা গেছে, জুন মাসের প্রথম ৮ দিনে নতুন করে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৭৮৭ জন। আর মে মাসে আক্রান্তের সংখ্যা ছিল প্রায় ১৪ হাজার। এ সময়ে মারা গেছেন ১০ জন। আক্রান্তের হিসেবে সবার শীর্ষে রয়েছে দ্বীপজেলা ভোলা। এ জেলায় সরকারি হিসেবেই ইতোমধ্যে ১৫ হাজার ৯শ’ ৬৯ জন আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ২ জন। এর পরের অবস্থান পটুয়াখালীর। এ জেলায় আক্রান্ত ১২ হাজার ৮৩ জনের মধ্যে মৃত্যু হয়েছে ৮ জনের। মৃতের এ সংখ্যাটা দক্ষিণাঞ্চলে সর্বাধীক। বরগুনাতে এ পর্যন্ত আক্রান্ত ৯ হাজার ১১০ জনের মধ্যে মারা গেছেন ৫ জন। পিরোজপুরেও আক্রান্তের সংখ্যা ৮ হাজার ৩৮৭। মৃত্যু হয়েছে একজনের। বরিশালে ৮ হাজার ২০৪ জন আক্রান্তের মধ্যে মারা গেছেন ৬ জন। আর ৪ উপজেলার ঝালকাঠিতে সরকারি হিসেবে ডায়রিয়া আক্রান্তের সংখ্যা ৬ হাজার ২৪৪। কোন মৃত্যু সংবাদ নেই। স্বাস্থ্য অধিদপ্তর থেকে আইভি ফ্লুইডসহ চিকিৎসা সামগ্রীর পর্যাপ্ত সরবারহ নিশ্চিত করায় দক্ষিণাঞ্চলের প্রতিটি জেলা-উপজেলা হাসপাতালে চিকিৎসা ব্যবস্থা অতীতের যেকোন সময়ের চেয়ে ভাল ছিল বলে দাবি করেছে স্বাস্থ্য বিভাগ। যদিও প্রথম দিকে ব্যাপক রোগী সমাগমে হাসপাতালগুলোর সার্বিক কার্যক্রম অনেকটাই ভেঙে পড়ার উপক্রম হয়েছিল। তবে সে পরিস্থিতি উত্তরণ সম্ভব হয়েছে। মানুষকে স্বাস্থ্য সচেতন করে তোলার পাশাপাশি চিকিৎসা সহজলভ্য হওয়ায় পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের বরিশাল বিভাগীয় পরিচালক ডা. বাসুদেব কুমার সাহা। গতকাল সকাল পর্যন্ত দক্ষিণাঞ্চলে আইভি স্যালাইনের মজুদ ছিল প্রায় ১ লাখ ব্যাগ। এছাড়া বিভিন্ন ধরনের এ্যন্টিবায়োটিক ক্যাপসুলসহ অন্যান্য চিকিৎসা উপকরণের পর্যাপ্ত মজুদ রয়েছে বলে দাবি স্বাস্থ্য বিভাগের দায়িত্বশীল মহলের।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।