Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মোহামেডান-আবাহনী ম্যাচও মিস সোহেলের

ব্যথা নিয়ে ফিরছেন আজ

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৮ জুন, ২০২১, ১২:০০ এএম

গত বৃহস্পতিবার কাতারের রাজধানী দোহায় আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে বাম হাতে ব্যথা পেয়েছিলেন সোহেল রানা। সেই ব্যথাই বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ে পরবর্তী দুই ম্যাচ থেকে ছিটকে দিয়েছে বাংলাদেশ দলের এই তারকা মিডফিল্ডারকে। ডাক্তার তাকে চার সপ্তাহের বিশ্রাম দিয়েছেন। যে কারণে ব্যথা নিয়েই আজ দোহা থেকে দেশে ফিরছেন তিনি। গতকাল দোহা থেকে সোহেল বলেন, ‘আমি ইনজুরির জন্য দলে নেই। আজ (কাল) স্টেডিয়ামের গ্যালারিতে বসেই ভারতের বিপক্ষে ম্যাচে নিজ দেশকে সমর্থন দিয়েছি। সবাই দোয়া করবেন যেন দ্রুত সুস্থ হয়ে মাঠে ফিরতে পারি আমি।’
শুধু তাই নয়, এই ইনজুরি সোহেলকে ঘরোয়া সর্বোচ্চ আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) কয়েকটি ম্যাচ থেকেও ছিটকে দিয়েছে। ঢাকা আবাহনীর এই অভিজ্ঞ ফুটবলার আজ দেশে ফিরলেও থাকবেন মাঠের বাইরে। চার সপ্তাহের বিশ্রামে থাকার কারণে সোহেল ২২ জুন বিপিএলে মোহামেডান-আবাহনী মর্যাদার লড়াইয়ে মাঠে নামতে পারবেন না। এ প্রসঙ্গে কাল আবাহনীর ম্যানেজার সত্যজিৎ দাশ রুপু বলেন, ‘সোহেল রানা ঢাকায় আসার পর বোঝা যাবে ওর ইনজুরির কী অবস্থা। তবে ডাক্তার চার সপ্তাহের বিশ্রাম দেয়ায় আমরা লিগের কয়েকটি ম্যাচে তাকে পাবো না। মোহামেডানের বিপক্ষে সোহেলকে ছাড়াই মাঠে নামতে হবে আমাদের। গুরুত্বপূর্ণ এই ম্যাচে আমরা তাকে মিস করবো। এরপর আর কয়টা ম্যাচ সে মাঠের বাইরে থাকবে তা ফেরার পর বোঝা যাবে।’
আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে হাতে ব্যথা পেয়ে সোহেল রানা মাঠের বাইরে গেলে তার পরিবর্তে মানিক মোল্লাকে নামিয়েছিলেন কোচ জেমি ডে। সেই মানিক মোল্লা ভারতের বিপক্ষে দলের সেরা একাদশেও ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মোহামেডান-আবাহনী


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ