Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আল্লামা তাজুল ইসলাম স্মরণসভা

ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৭ জুন, ২০২১, ১২:০৬ এএম

ব্রাহ্মণবাড়িয়ায় উপমহাদেশের প্রখ্যাত আলেমেদ্বীন আধ্যাতিক রাহবার ফখরে বাঙাল আল্লামা তাজুল ইসলাম (রহ.)-এর ৫৪ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার সন্ধ্যায় জেলা শহরের দাতিয়ারাস্থ ফখরে বাঙাল আল্লামা তাজুল ইসলাম (রহ.) মাদরাসা ও মসজিদ কমপ্লেক্স মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সাহেবজাদা ফখরে বাঙাল হযরত মাওলানা হাফেজ অলিউল্লাহ। এ সময় আল্লামা তাজুল ইসলাম (রহ.)-এর স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন, হাফেজ মাওলানা হাবীবুর রহমান ও হাফেজ মাওলানা এহসান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রিয়াজউদ্দিন জামি, জেলা জজ কোর্টের সাবেক পিপি অ্যাড. শফিকুল ইসলাম, প্রেসক্লাবের সাবেক সভাপতি খ আ ম রশিদুল ইসলাম, জেলা জামে মসজিদের সাধারণ সম্পাদক আশিকুল ইসলাম প্রমুখ। পরে দেশ, জাতি ও মুসলিম উম্মার কল্যাণ কামনা এবং ফখরে বাঙ্গাল আল্লামা তাজুল ইসলাম (রহ.)-এর রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: স্মরণসভা

১৭ ফেব্রুয়ারি, ২০২০

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ