Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রিন্সিপাল মাওলানা শামছুল হক কাশেমীর স্মরণসভা

বিজ্ঞপ্তি | প্রকাশের সময় : ১৫ অক্টোবর, ২০২১, ১২:০৬ এএম

জমিয়াতুল মোদার্রেছীনের মহানগর নেতা ও নাজমুল হক মদীনাতুল উলুম কামিল মাদরাসার অধ্যক্ষ আল্লামা শামছুল কাশেমী গত ২৩ সেপ্টেম্বর ইন্তেকাল করেন। সে লক্ষে গত ১৩ অক্টোবর কেন্দ্রিয় ও ঢাকা মহানগরী জমিয়াতুল মোদার্রেছীনের উদ্যোগে আল্লামা মাওলানা শামছুল হক কাশেমীর স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ঢাকা মহাণগরীর সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবু জাফর মোঃ ছাদেক হাসানের সঞ্চালনায় আয়োজিত এ স্মরনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়াতুল মোদার্রেছীনের কেন্দ্রিয় মহাসচিব অধ্যক্ষ মাওলানা শাব্বীর আহমদ মোমতাজী এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা জমিয়াতুল মোদার্রেছীনের সভাপতি অধ্যক্ষ মাওলানা মাসুদ আলম। স্মরণসভায় অংশনিয়ে নেতৃবৃন্দ বলেন, দ্বিনী শিক্ষা তথা মাদরাসা শিক্ষা প্রচার ও প্রসারে মাওলানা শামসুল হক কাশেমী সাহেব অবদান অনস্বীকার্য। জমিয়াতুল মোদারর্ছেীনের সকল কর্মকান্ডে সতস্ফূর্ত অংশ নিতেন তিনি। এছাড়াও জমিয়াতুল মোদার্রেছীন ঢাকা মহানগরী শাখাকে একতাবদ্ধ ও বেগবান করার লক্ষে তাঁর অবদান এবং মাদরাসা শিক্ষার মানউন্নয়নে অগ্রণী ভ‚মিকা রাখার বিষয়ে ব্যপক আলোচনা হয়। স্মরণসভায় ঢাকা মহানগরীস্থ সবুজবাগ, খিলগাঁও ও মতিঝিল থানা কমিটি পুনঃগঠন করা হয়। এতে খিলগাঁও থানার সভাপতি নির্বাচিত হন মাওলানা লোকমান হোসাইন, অধ্যক্ষ (ভারপ্রাপ্ত), নাজমুল হক মদীনাতুল উলুম কামিল মাদরাসা, সাধারণ সম্পাদক নির্বাচিত হন মাওলানা মোঃ এরশাদ উল্লাহ চৌধুরী, অধ্যক্ষ, বাঁশেরকান্দি আলিম মাদরাসা, সবুজবাগ থানার সভাপতি নির্বাচিত হন মাওলানা ওয়ালীউল্লাহ হেলালী, সুপার, এম আই দাখিল মাদরাসা, সাধারন সম্পাদক নির্বাচিত হন মাওলানা মোঃ লেকমান হাকীম, অধ্যক্ষ, নূরে মোহাম্মদী আলীম মাদরাসা, মতিঝিল থানার সভাপতি নির্বাচিত হন মাওলানা মোঃ ইব্রাহীম খলিল, অধ্যক্ষ (ভারপ্রাপ্ত), রেলওয়ে হাফিজিয়া সুন্নীয়া আলিম মাদরাসা।

স্মরণসভায় উপস্থিত থেকে আরো বক্তব্য রাখেন, অধ্যক্ষ আ ন ম মঈন উদ্দিন সিরাজী, উপাধ্যক্ষ মোঃ সাইফুল ইসলাম, সুপার মোঃ হাবিবুর রহমান, সুপার মুহাম্মদ আবুল কালাম আজাদ, সুপার এস এম এ মমিন মিয়াজী, মোঃ মামুনুর রশিদ, মোঃ মেছবাহ উদ্দীন প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রিন্সিপাল মাওলানা শামছুল হক কাশেমীর স্মরণসভা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ