Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দর্শকের ভালোবাসায়ই আমি আজকের নোবেল হয়েছি

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ৬ জুন, ২০২১, ১২:০২ এএম

দেশের মডেলিং জগতের আইকন হিসেবে বিবেচনা করা হয় নোবেলকে। প্রায় সব মডেলেরই আদর্শ তিনি। এখন মডেলিংয়ে তার উপস্থিতি এবং ব্যস্ততা না থাকলেও তাকে নিয়ে কাজ করার ক্ষেত্রে প্রথম পছন্দ থাকেন নোবেল। নোবেল এখনো নিজেকে শারীরিকভাবে যেমন ফিট রেখেছেন, তেমনি বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করার ক্ষেত্রে মান বজায় রেখেছেন। ভালো ভালো প্রোডাক্টের বিজ্ঞাপনেই তাকে দেখা যায়। মডেলিংয়ের পাশাপাশি মাঝে মাঝে নাটকে অভিনয় করলেও সিনেমায় তাকে দেখা যায়নি। অনেক প্রস্তাব পেলেও সিনেমায় তাকে দেখা যায়নি। নোবেল তার ক্যারিয়ার প্রসঙ্গে বলেন, অবশ্যই ধন্যবাদ আমার সকল ভক্ত দর্শককে যারা দীর্ঘদিন ধরে আমার কাজকে ভালোবাসছেন, আমার কাজের মূল্যায়ণ করছেন। এটা বলতেই হয়, দর্শকের ভালোবাসার কারণেই আমি আজকের নোবেল হতে পেরেছি। তাদের ভালোবাসায় সবসময়ই সিক্ত হই। আমৃত্যু তাদের এই ভালোবাসায় থাকতে চাই। এদিকে আগামী কোরবানির ঈদে একটি নাটকে অভিনয় করার কথা থাকলেও করোনা পরিস্থিতির কারণে করতে পারবেন না বলে নোবেল জানান। তিনি বলেন, ‘করোনার কারণে সতর্কতা অবলম্বন করছি। এর মধ্যে ব্ল্যাক ফাঙ্গাস নিয়েও মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। ফলে কাজ করা কঠিন হয়ে পড়েছে। নোবেল জানান, একটি বিজ্ঞাপনে কাজ করার কথা রয়েছে। কাজটি আমি করবো। কাজ করার ক্ষেত্রে স্বাস্থ্যবিধি নিশ্চিত করেই করবো। উল্লেখ্য, আফজাল হোসেনের নির্দেশনায় নোবেল প্রথম ‘আজাদ বলপেন’র বিজ্ঞাপনে মডেল হন। তার অভিনীত প্রথম নাটক ছিলো ‘প্রাচীর পেরিয়ে’। এটি ১৯৯৫ সালে বাংলাদেশ টেলিভিশনে প্রচার হয়। পরবর্তীতে অনেক নাটকে অভিনয় করেছেন তিনি। নোবেল শখে মাঝে মাঝে গানও করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নোবেল

১২ অক্টোবর, ২০২১

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ