Inqilab Logo

মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১, ০৫ জিলক্বদ ১৪৪৫ হিজরী

দেশ উন্নয়নের শিখরে এগিয়ে যাচ্ছে-আমিরাতে খাদ্যমন্ত্রী

প্রকাশের সময় : ৭ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

ছালাহউদ্দিন, আরব আমিরাত থেকে : দেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। বাংলাদেশ জাতিসংঘের বিশ্বখাদ্য সংস্থার নির্বাহী বোর্ডের সদস্য নির্বাচিত হয়েছে উল্লেখ করে খাদ্যমন্ত্রী এডভোকেট কামরুল ইসলাম বলেছেন, দেশ উন্নয়নের শিখরে এগিয়ে যাচ্ছে। তিনি বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে সরকার বিরামহীন পরিশ্রম করে যাচ্ছে। ইতোমধ্যে দেশে ১৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন করতে সক্ষম হয়েছে। মেট্রোলাইন, ওভারব্রিজসহ যোগাযোগ ব্যবস্থায় পরিবর্তন আনা হয়েছে এবং হচ্ছে। ২০১৮ সালে পদ্মা সেতু দেখতে পারব। ১৬ কোটি মানুষের মধ্যে এখন ১২ কোটি মানুষই মোবাইল ব্যবহার করছে। বছরের শুরুতেই শিক্ষার্থীদের হাতে বিনা মূল্যে বই বিতরণ করা হচ্ছে। গত ৫ ফেব্রæয়ারি শুক্রবার রাতে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সংযুক্ত আরব আমিরাতের ত্রিবার্ষিক সম্মেলন উপলক্ষে দুবাই মার্কোপলো হোটেলের হলরুমে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এতে সম্মেলন উদ্বোধন করেন বাংলাদেশ কেন্দ্রীয় আওয়ামী স্বেচ্ছসেবক লীগের সভাপতি এডভোকেট মোল্লা আবু কাউসার। প্রধান বক্তা ছিলেন জাতীয় সংসদ সদস্য ও আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথ।
আরব আমিরাত আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহŸায়ক মোহাম্মদ আবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে আরো ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ নেতা প্রশান্ত ভ‚ষণ বড়–য়া, আরব আমিরাত আওয়ামী লীগের সভাপতি আল মামুন সরকার, দুবাই আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ দেলোয়ার হোসেন, আবুধাবী আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ শহীদুল্লাহ, দুবাই স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোহাম্মদ শাহাবুদ্দিন প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দেশ উন্নয়নের শিখরে এগিয়ে যাচ্ছে-আমিরাতে খাদ্যমন্ত্রী
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ