নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
করোনায় শঙ্কা দানা বেধেছে ২০২০ টোকিও অলিম্পিক গেমস আয়োজনে। তবে সব শঙ্কা উড়িয়ে দিয়ে টোকিও অলিম্পিক কমিটির সভাপতি সেইকো হাশিমুতু দাবি করেন, অলিম্পিকের এবারের আসরটি যে ঠিকভাবেই আয়োজন করা হবে তা শতভাগ নিশ্চিত। তবে তিনি জানান, করোনার মধ্যে প্রয়োজনে এই গেমস দর্শক ছাড়াই আয়োজনের প্রস্তুতি নিতে হবে। করোনায় গত বছর স্থগিত হওয়া টোকিও অলিম্পিক গেমস আগামী ২৩ জুলাই থেকে শুরু হওয়ার কথা। হাতে এখনও সময় আছে ৫০ দিনের মত। কিন্তু জাপানে এখন করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে নেই। দেশটির বড় একটা অংশে জরুরী অবস্থা জারি রয়েছে। বেশিরভাগ জাপানীরাও চায় না এই পরিস্থিতিতে অলিম্পিক হোক দেশটিতে। এই অবস্থায় হাশিমুতু বলেন, ‘আমি বিশ্বাস করি এই গেমস আয়োজনের সম্ভাবনা শতভাগ। আমরা সেটা করবোও।’
তিনি যোগ করেন, ‘তবে এই মুহূর্তে বড় প্রশ্নটা হচ্ছে- কিভাবে আমরা এটাকে যতটা সম্ভব নিরাপদ এবং নির্ভয়ে আয়োজন করতে পারি। সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে মানুষের ঢল আমরা কিভাবে নিয়ন্ত্রণ এবং সবকিছু ম্যানেজ করবো। গেমস চলাকালে যদি করোনা ছড়িয়ে পড়ে, তবে সেটা বড় সংকট বা জরুরী অবস্থা তৈরি করতে পারে। তাই কোনো দর্শক ছাড়া গেমস আয়োজনের প্রস্তুতিটাও মাথায় রাখতে হবে আমাদের।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।