Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দেশে এবার নতুন খেলা ডজবল

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৩ জুন, ২০২১, ৭:২৩ পিএম

কাবাডির মতো কোর্ট। দু’দিকে ছয়জন খেলোয়াড় দাঁড়িয়ে থাকেন। দু’দলের হাতেই তিনটি করে বল থাকে। যা দেখতে হ্যান্ডবলের মতো। এক কোর্ট থেকে বল ছুড়ে মারেন খেলোয়াড়রা। প্রতিপক্ষের দাঁড়ানো খেলোয়াড়দের গায়ে লাগলেই কোর্ট ছেড়ে বেড়িয়ে যান তারা। পয়েন্ট পান যারা ছুড়ে মারছেন তারা। আর যদি ছুড়ে মারা বল ক্যাচ নিতে পারেন প্রতিপক্ষের খেলোয়াড়রা, তাহলে যারা বল ছুঁড়ে মারেন তারাই কোর্ট ছেড়ে বেরিয়ে যান। এটাই হলো ডজবল খেলা। অনেকটা টেনিস বল ছুঁড়ে দৌঁড়াতে থাকা প্রতিপক্ষের শরীরে লাগানোর মতো।

নিয়মিত এশিয়ান চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি ২০১৯ সালে ডজবল খেলাকে স্বীকৃতিও দিয়েছে। দু’টি বিশ্বকাপও হয়েছে ইতোমধ্যে। ইউরোপে খুবই জনপ্রিয় খেলাটি। গত বছর ইংল্যান্ডের গ্লাসগোতে অনুষ্ঠিত হয়েছে ডজবল বিশ্বকাপ। এবার এই খেলাটি এলো বাংলাদেশেও। বাংলাদেশ ডজবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আনসারের সহকারী পরিচালক (ক্রীড়া) রায়হান উদ্দিন ফকির বৃহস্পতিবার জানান, ১৬ দলের অংশগ্রহণে আগামী সোমবার থেকে শুরু হচ্ছে ডজবলের প্রথম জাতীয় (পুরুষ ও নারী) চ্যাম্পিয়নশিপের খেলা। যার পৃষ্ঠপোষকতায় রয়েছে ওয়ালটন গ্রুপ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ