Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টঙ্গীতে হত্যাকান্ডের ৩মাস পর দুইজন গ্রেফতার

টঙ্গী সংবাদদাতা | প্রকাশের সময় : ৩ জুন, ২০২১, ৪:৫০ পিএম

টঙ্গীতে একটি পোশাক কারখানার প্রাইভেটকার চালক জাহিদুল ইসলাম হত্যার ৩ মাস পর হত্যাকান্ডের সাথে জড়িত দুইজনকে গ্রেফতার করেছে জিএমপি পুলিশ। গতকাল বৃহস্পতিবার দুপুরে গাজীপুর মেট্টোপলিটন পুলিশের উপ-কমিশনার মোহাম্মদ জাকির হাসান এক প্রেসব্রিফিং করে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বুধবার রাতে টঙ্গীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে রাব্বি হোসেন (২১) ও শিপন হোসেন (২৩) নামের দুইজনকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে হত্যাকান্ডে ব্যবহৃত ছুড়ি উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ছিনতাইয়ের উদ্দেশ্যে ছুড়িকাঘাত করা হয়েছে বলে স্বীকার করে। পরে তাদেরকে গাজীপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে ।
উল্লেখ্য, গত ১ মার্চ রাতে জিএমপি গাছাথানাধীন মালেকের বাড়ী এলাকার এমাজিং ফ্যাশন লিমিটেড কারখানার প্রাইভেটকার চালক জাহিদুল ইসলাম ঢাকায় কারখানার কয়েকজন কর্মকর্তাকে নামিয়ে দিয়ে বাসায় ফিরছিলেন। পথিমধ্যে টঙ্গী পশ্চিম থানাধীন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাছিমপুর পিপলস সিরামিক কারখানার সামনে প্রাইভেটকার থামিয়ে প্র¯্রাব করতে যায়। এসময় ৩/৪ জনের একদল ছিনতাইকারী তাকে এলোপাথারী ছুড়িকাঘাত করে পালিয়ে যায়। পরে তারা পুলিশের উপস্থিত টের পেয়ে দ্রুত পালিয়ে যায়। পুলিশ জাহিদকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এঘটনায় পুলিশ অজ্ঞাত নামা কয়েকজনকে বাদী করে জিএমপি টঙ্গী পশ্চিম থানায় একটি মামলা দায়ের করে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রেফতার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ