Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কক্সবাজার শহরে বেড়েছে চুরি-ছিনতাই, দুর্বৃত্তদের হামলায় আইনজীবী আহত

মোবাইল টাকাও মূল্যবান কাগজপত্র ছিনতাই

কক্সবাজার ব্যুরো | প্রকাশের সময় : ২ জুন, ২০২১, ৬:৪৫ পিএম

কক্সবাজার শহরে বেড়েছে চোর, সন্ত্রাসী ও ছিনতাইকারী। আজ শহরের রহমানিয়া মাদ্রাসা এলাকায় কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সদস্য এডভোকেট পারভীন সুলতানার উপর হামলা চালিয়ে লুটপাট করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা। এ সময় তার দু’টি দামি মোবাইল ফোন নগদ চল্লিশ হাজার টাকাসহ গুরুত্বপূর্ণ নথি কাগজপত্র নিয়ে যায়।

বুধবার (২ জুন) সকাল ৭টার দিকে অফিসে যাওয়ার সময় রহমানিয়া মাদ্রাসা সড়কে সিকদার বাড়ির সামনে এই ঘটনা ঘটে বলে জানা গেছে।

হামলার শিকার এড.পারভিন সুলতানা ও স্থানীয় সূত্রে জানা যায়,সকালে পাহাড়তলী বৌ-বাজার এলাকা থেকে অফিসের উদ্দেশ্যে রওনা হয়ে রহমানিয়া মাদ্রাসা সংলগ্ন সিকদার বাড়ি সামনে পৌঁছালে হঠাৎ অজ্ঞাত একদল সন্ত্রাসী তার গতিরোধ করে। মুখ চেপে ধরে ছুরি দিয়ে মুখে ও শরীরের বিভিন্ন অংশে আঘাত করে। দু’টি দামি মোবাইল ও ফোন নগদ ৪০ হাজার টাকাসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে যায়।

এর দুইদিন আগে দক্ষিণ রুমালিয়ারছরা রুমালিয়া সিকদার বাজারে আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপে গুলাগুলিতে দুই সন্ত্রাসী নিহত হয়েছে।

এছাড়াও শহরের বিভিন্ন অলিগলিতে চুরি-ছিনতাইয়ের ঘটনা ঘটছে এমন খবর পাওয়া যাচ্ছে প্রতিদিন। তবে শহর পুলিশের অভিযান অব্যাহত রয়েছে এসবের বিরুদ্ধে। পরে স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে তাকে হাসপাতালে নিয়ে যায়।

এদিকে এড.পারভীন সুলতানার উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছে কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সকল সদস্য। এঘটনায় মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও জানায়।

তারা বলেন, একজন আইনজীবীর প্রাণনাশের চেষ্টায় হামলার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে এই হামলায় জড়িতদের দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি জানান।

এবিষয়ে কক্সবাজার সদর মডেল থানার পুলিশ পরিদর্শক বিপুল চন্দ্র দে বলেন, এ ধরনের ঘটনা সম্পর্কে তারা অবগত নয়। তবে সুনির্দিষ্ট অভিযোগ পেলে জড়িত বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কক্সবাজার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ