Inqilab Logo

বুধবার ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১, ০৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাইকগাছায় রাস্তা ছেড়ে যাত্রীবাহী বাস মিষ্টির দোকানে : আহত ১২

খুলনা ব্যুরো | প্রকাশের সময় : ২ জুন, ২০২১, ৫:১০ পিএম

খুলনার পাইকগাছায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাসসহ চালক মিষ্টির দোকানে ঢুকে পড়েছে। গাড়িতে থাকা ৩২ যাত্রীর মধ্যে ১০ জন এবং দোকানটির মালিকের মা ও ছেলে আহত হয়েছেন। তারা পাইকগাছা হাসপাতালসহ বিভিন্ন জায়গায় চিকিৎসা নিয়েছেন। উপজেলার গদাইপুর ইউনিয়নের নতুন বাজার নামক স্থানে আজ মধ্যরাতে এ দূর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, মঙ্গলবার দিবাগত রাত ১ টার দিকে হেনা ক্লাসিক (ঢাকা মেট্রো- চ- ৮৬৩৫) বাসটি ৩২ জন যাত্রী চুক্তিতে বরিশাল যাচ্ছিল। পথে মধ্য গদাইপুর ইউনিয়ানের নতুন বাজার মোড়ে পৌছালে ড্রাইভার গাড়ীর নিয়ন্ত্রন হারিয়ে তন্ময় সুইটস নামে একটি মিষ্টির দোকানে ঢুকে পড়ে। এ সময় গাড়ীতে থাকা যাত্রীদের মধ্য ১০ জন ও দোকান মালিকের মা ছেলে আহত হয়। ড্রাইভার ও কন্ট্রাকটার পালিয়ে যায়। পুলিশ গাড়িটি জব্দ করে থানা হেফাজতে রেখেছে।

পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) এজাজ শফি জানান ঘটনাস্থলে গিয়ে গড়িটি জব্দ করে থানায় আনা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সড়ক দুর্ঘটনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ