Inqilab Logo

মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫ হিজরী

ঢাবিতে ছাত্রদলের উপর ছাত্রলীগের হামলা : সোশ্যাল মিডিয়ায় নিন্দার ঝড়

শাহেদ নুর | প্রকাশের সময় : ২ জুন, ২০২১, ১০:৫৬ এএম

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের (বীর উত্তম) ৪০ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি ও টিএসসি সংলগ্ন এলাকায় অসহায়দের মাঝে খাবার ও শিক্ষা সামগ্রী বিতরণ কর্মসূচিতে ছাত্রদলের নেতাকর্মীদের ওপর অতর্কিত হামলা চালিয়েছে ছাত্রলীগ। এই হামলার ঘটনায় সোশ্যাল মিডিয়ায় বইছে নিন্দার ঝড়।

মঙ্গলবার (১ জুন) সকাল সাড়ে এগারোটায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) এ ঘটনা ঘটে। এতে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ফজলুর রহমান খোকনসহ ১৫-২০ জন নেতাকর্মী আহত হয়েছেন।

এদিকে হামলার ঘটনা অস্বীকার করে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন। তিনি এটাকে ‘ছাত্রদলের অভ্যন্তরীণ কোন্দল, উপদলীয় কোন্দল’ বলছেন।

দেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠে অসহায়দের মাঝে খাবার ও শিক্ষা সামগ্রী বিতরণ কর্মসূচিতে এই হামলার তিব্র সমালোচনা, নিন্দা ও ক্ষোভ জানিয়েছেন নেটিজেনরা।

নিন্দা জানিয়ে শাখাওয়াত খান লিখেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের মত জায়গায় শিক্ষা সামগ্রী বিতরণের মত কর্মসূচিতে হামলা কোনভাবেই মেনে নেয়া যায় না। আমরা এই হামলার ঘটনার তিব্র নিন্দা জানাই।’

অপরাধীদের আইনের আওতায় এসে শাস্তির দাবি জানিয়ে এমডি কাইয়ুম লিখে, ‘এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। যারা এরকম কর্মকাণ্ড করছে তাদেরকে আইনের আওতায় আনা হোক। সব ধরনের ভালো রাজনৈতিক কর্মকান্ডকে সমর্থন দেওয়া উচিত।’

সমালোচনা করে এমডি মাহফুজুর রহমান লিখেন, ‘এটা কি কোন রাজনীতি? যে রাজনীতি অন্যকে সম্মান বা শ্রদ্ধা করতে শেখায় না, সেটা কোন রাজনীতিই না। সেটা হোক বিএনপি বা আওয়ামীলীগ।’

ছাত্র রাজনীতি নিয়ে হতাশা প্রকাশ করে মাসুদুর রহমান লিখেন, ‘এই হচ্ছে আমাদের দেশের ছাত্র রাজনীতির অবস্থা, যা কোনভাবে কাম্য হতে পারে না। এই রাজনীতি দেশের ভবিষ্যতকে অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে।’

শুভ্র শাহর প্রশ্ন, ‘যে যার রাজনৈতিক কর্মসুচি পালন করবে। সেখানে কেন অন্য রাজনৈতিক দল হামলা করবে?’

‘এটা কোন ভাল রাজনৈতিক দলের পরিচয় হতে পারে না।’ - গোলাম কিবরিয়ার মন্তব্য।

জাহিদুর রহমান লিখে, ‘হামলার ঘটনাটি দিবালোকের ন্যায় স্পষ্ট হওয়ার পরেও ছাত্রলীগের পক্ষ থেকে হামলাকারীদের সামালোচনা বা তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের কোন উদ্যোগ না নিয়ে ছাত্রদলকে দোষারোপ করাটা সত্যি হাস্যকর।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সোশ্যাল মিডিয়া


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ