নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
পাঁচ বছর পর প্রিমিয়ার লিগে ফেরার দিনে ব্যাটে-বল উজ্জ্বল সাকিব। শেষ ওভারে ১৫ রান দিলেও, এর আগ পর্যন্ত আঁটসাঁট বোলিংয়ে বেঁধে রেখেছিলেন ব্যাটসম্যানদের। ৪ ওভারে ২৯ রানে নেন ২ উইকেট। পরে ব্যাট হাতে ২২ বলে খেলেন ২৯ রানের ইনিংস। তারপরও দিনটি কঠিন এক নাটকীয়তায় মোড়ানো ছিল দেশসেরা অলরাউন্ডারের জন্য। ৫ রানের মধ্যে ৪ উইকেট তুলে নিয়ে নাটকীয় জয়ের আশা জাগিয়েছিল শাইনপুকুর ক্রিকেট ক্লাব। তবে শেষরক্ষা করতে পারেনি দলটি। দারুণ এক ছক্কায় মোহামেডান স্পোর্টিং ক্লাবকে জয় এনে দিয়েছেন আবু হায়দার। ঢাকা প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টির উদ্বোধনী দিনে নখ কামড়ানো উত্তেজনার ম্যাচে ৩ উইকেটে জিতেছে মোহামেডান।
টস হেরে ব্যাট করতে নেমে ব্যাটসম্যানদের ছোট ছোট অবদানে ৬ উইকেটে ১২৫ রান করে শাইনপুকুর। ছোট পুঁজি নিয়েও দারুণ লড়াই করে তারুণ্য নির্ভর দলটি। তবে, এক বল বাকি থাকতে লক্ষ্যে পৌঁছে যায় মোহামেডান। প্রিমিয়ার লিগে ফেরার ম্যাচে অলরাউন্ড নৈপুণ্যে সাকিব জেতেন ম্যাচ সেরার পুরস্কার।
গতকাল শুরু হওয়া ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের সকালের তিন ম্যাচের দুটিই বৃষ্টিতে ভেসে গেছে। মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে শেষ হতে পেরেছে আরেক ম্যাচ। সেখানে ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন মুশফিকুর রহিম। সদ্য সমাপ্ত শ্রীলঙ্কা সিরিজের ফর্মই যেন ঘরোয়া ক্রিকেটে বয়ে আনলেন অভিজ্ঞ এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। ছোট রান তাড়ায় কঠিন হয়ে ওঠা পথে দলকে এগিয়ে নিলেন তিনিই। তাইজুল ইসলামের দারুণ বোলিং আর মুশফিকের কার্যকর ইনিংসে জয় দিয়ে লিগ শুরু করল আবাহনী লিমিটেড। পারটেক্স স্পোর্টিং ক্লাবের বিপক্ষে ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন পদ্ধতিতে বর্তমান চ্যাম্পিয়নদের জয়টি ৭ উইকেটে।
টস হেরে ব্যাটিংয়ে নেমে তাসামুল হকের অপরাজিত ৬৫ রানের ইনিংসের পরও পারটেক্স ২০ ওভারে ৫ উইকেটে করতে পারে কেবল ১২০ রান। আবাহনীর তাইজুল ৪ ওভারে মাত্র ১২ রানে নেন ২ উইকেট। বৃষ্টিতে আবাহনীর লক্ষ্য দাঁড়ায় ১০ ওভারে ৭০। জিতে যায় ৪ বল বাকি রেখে। শুরুতে জোরালো আবেদন থেকে বেঁচে গিয়ে মুশফিক অপরাজিত থাকেন ২৬ বলে ৩৮ রানের ইনিংস খেলে।
বিকেএসপিতে প্রথম রাউন্ডের খেলায় গাজী গ্রুপ ক্রিকেটার্সকে ৭ উইকেটে হারিয়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। প্রাইম ব্যাংকের সহজ জয়ে বড় অবদান তামিম ইকবালের বিধ্বংসী ইনিংসের। টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে গাজী গ্রুপ ৫ উইকেটে করে মাত্র ৯১ রান। দলের সর্বোচ্চ অপরাজিত ২৬ রান আসে জাকির হাসানের ব্যাট থেকে। তবে নায়ক হতে পারতেন ঝড়ো শুরু করা মুমিনুল হক। টেস্ট অধিনায়ক মাত্র ৪ বলে খেলেছেন ১৩ রানের ক্যামিও! প্রাইম ব্যাংকের পক্ষে মুস্তাফিজুর রহমান ও নাঈম হাসান শিকার করেন দুটি করে উইকেট। একটি উইকেট পান শরিফুল ইসলাম।
শুরুতেই এনামুল বিজয়কে হারিয়ে বিপাকে পড়া প্রাইম ব্যাংককে পথ দেখান তামিম। রনি তালুকদারকে নিয়ে গাজী গ্রুপের বোলারদের ওপর চড়াও হওয়া ওয়ানডে অধিনায়ক খেলেন ২২ বলে ৪৬ রানের ঝড়ো ইনিংস। যেখানে আছে ২টি চার ও ৫টি ছক্কা! বাকিদের চতুর ব্যাটিংয়ে দল জয় পায় ৯.২ ওভারেই।
এদিকে খেলাঘর সমাজ কল্যাণ সমিতির বিপক্ষে সহজ জয় পেয়ে শুভস‚চনা করেছে শেখ জামাল ধানমন্ডি ক্লাবও। আগে ব্যাট করে সৈকত আলী ও মোহাম্মদ আশরাফুলদের ঝড়ো শুরুতেও দল পায়নি বড় ভিত। দুজনেই খেছেলেন ৩৮ রানের ইনিংস। ১৬৬ রানের পুঁজি পাওয়ার পর খেলাঘরকে ১৪৪ রানেই আটকে দেয় শেখ জামাল ধানমন্ডি। এর নেপথ্যে ছিলেন ইলিয়াস সানি। অভিজ্ঞ এই স্পিনার ১৮ রানে নেন ৩ উইকেট।
এদিকে, বিকেএসপির চার নম্বর মাঠে প্রাইম দোলেশ্বরের বিপক্ষে ব্রাদার্স ইউনিয়ন আগে ব্যাট করে ১৮.৪ ওভারে ৭ উইকেটে ১২৭ তুলতেই নামে প্রবল বৃষ্টি। এরপর আর খেলা হয়নি। তিন নম্বর মাঠেও একই অবস্থা। লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে ২০ ওভারে ৪ উইকেটে ১৭১ করেছিল ওল্ড ডিওএইচএস। মাহমুদুল হাসান জয় ৫৫ বলে করেন ৭৮ রান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।