Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জুটি ভেঙে তাসকিনের তৃতীয় শিকার মেন্ডিস

জোড়া আঘাতে উইকেটের ফিফটি

ইমরান মাহমুদ | প্রকাশের সময় : ২৮ মে, ২০২১, ৩:১৬ পিএম

 

এক ওভারে তাসকিন আহমেদের জোড়া শিকারের পর শ্রীলঙ্কাকে এগিয়ে নিচ্ছেন দুই কুসল-পেরেরা ও মেন্ডিস। দুজনে ৬৯ রানের জুটিতে এগিয়ে নিচ্ছিলেন বিপদে পড়া শ্রীলঙ্কাকে। তবে সেখানেও আঘাত হেনেছেন তাসকিন আহমেদ।

ম্যাচে নিজের তৃতীয় শিকার হিসেবে ভয়ঙ্কর হবার আগেই মিড-অফে তামিমের তুলুবন্দী করে এই পেসার তুলে নিয়েছেন মেন্ডিসকে (২২)।

২৯ ওভার শেষে ৩ উইকেট হারানো লঙ্কানদের রান ১৬৪। অধিনায়ক হিসেবে নিজেরর প্রথম ফিফটি তুলে পেরেরা ছুটছেন সেঞ্চুরির দিতে (৯০)। তাকে সঙ্গ দিতে ক্রিজে এসেছেন দনঞ্জয়া ডি সিলভা (৪)।

জোড়া আঘাতে তাসকিনের উইকেটের ফিফটি

শুরুটা বাজে করলেও ধীরে ধীরে ছন্দে ফিরছেন তাসকিন আহমেদ। বেশ ভুগছিলেন লাইন, লেংথ নিয়ে। তবে তার হাত ধরেই এলো প্রথম সাফল্য। ১২তম ওভারের দ্বিতীয় ও শেষ বলে দুটি উইকেট নিয়ে শ্রীলঙ্কাকে পাল্টা চাপে ফেলেছেন এ পেসার।

প্রথমে দানুশকা গুনাথিলাকাকে বোল্ড করে তাসকিন থামান বিপজ্জনক জুটি। অফ স্টাম্পের বাইরের বল জায়গায় দাঁড়িয়ে মিডউইকেট দিয়ে খেলার চেষ্টায় ঠিক মতো পারেননি গুনাথিলাকা। ব্যাটের ভেতরের কানায় লেগে আঘাত হানে স্টাম্পে। ভাঙে ৬৮ বল স্থায়ী পেরেরার সঙ্গে ৮২ রানের জুটি। ৩৩ বলে ৫ চার ও ১ ছক্কায় ৩৯ রান করেন গুনাথিলাকা।

পরে উইকেটে আসা পাথুম নিশাঙ্কাকে দারুণ এক ডেলিভারিতে মুশফিকের ক্যাচে পরিণত করেন তামসিক। লেংথ থেকে বল ওঠায় ব্যাটে ঠিকমতো খেলতে পারেননি নিশাঙ্কা (০)। এই ওভারে ৩ রানে ২ উইকেট নিলেন তিনি। এর মধ্য দিয়ে ওয়ানডেতে ৫০তম উইকেটের দেখা পেলেন তাসকিন।

৩৯ ইনিংসে উইকেটের ফিফটি হলো তাসকিনের। এই সংস্করণে বাংলাদেশের হয়ে তার চেয়ে কম ইনিংসে ৫০ উইকেট পেয়েছেন কেবল মুস্তাফিজুর রহমান (২৭) ও আব্দুর রাজ্জাক (৩২)।

১৬ ওভার শেষে ২ উইকেট হারানো শ্রীলঙ্কার রান ১০১। ক্রিজে অধিনায়ক কুসল পেরেরার (৫৫) সঙ্গী সহ-অধিনায়ক কুসল মেন্ডিস (৪)।

হোয়াইটওয়াশের মিশনে বোলিংয়ে বাংলাদেশ

সকাল থেকে ঝলমলে দিনটি হঠাৎ বেঁকে বসেছিল টসের আগে। আধার কালো হয়ে আসা মেঘ ছেয়ে ফেলেছিল মিরপুরের আকাশ। আপাতত বৃষ্টি হয়নি। কোনো ঝামেলা ছাড়াই ১০ মিনিট পিছিয়ে হয়েছে টস। তবে আবহাওয়ার পূর্ভাবাস বলছে বিকেল ৪টা পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টির শঙ্কা আছে।

টানা দুই ম্যাচে হারার পর শেষ ম্যাচের টসে ভাগ্যকে পাশে পেলেন কুসল পেরেরা। তাতে জিতে লঙ্কান অধিনায়ক বেছে নিয়েছেন ব্যাটিং। শুক্রবার শেরে বাংলা স্টেডিয়ামে সিরিজের শেষ ওয়ানডেতে দুটি পরিবর্তন নিয়ে হোয়াইটওয়াশ মিশনে বাংলাদেশ।

বাংলাদেশ দলে দুই পরিবর্তন

টানা আট ম্যাচের ব্যর্থতার পর দলে জায়গা হারিয়েছেন লিটন দাস। তার জায়গায় একাদশে এসেছেন মোহাম্মদ নাঈম শেখ। প্রথম দুই ম্যাচের স্কোয়াডে না থাকলেও শেষ ওয়ানডের জন্য স্কোয়াডে যোগ করা হয় বাঁহাতি ওপেনারকে। বাংলাদেশের ব্যাটিং অর্ডারের প্রথম তিনজনই হবেন তাই বাঁহাতি

বাংলাদেশের হয়ে এর আগে একটা ওয়ানডে খেলেছেন নাঈম। তবে জিম্বাবুয়ের বিপক্ষে সে ম্যাচে ব্যাটিং পাওয়া হয়নি তার। রানে ভরা ওই ম্যাচে ১৭৬ রানের রেকর্ড গড়েন লিটন। 

দ্বিতীয় ওয়ানডের শুরুর একাদশ থেকে শেষ ম্যাচের বাংলাদেশ একাদশে পরিবর্তন আছে আরেকটি। ওই ম্যাচে ব্যাটিংয়ের সময় হেলমেটে বল লাগার পর মাঠ ছেড়ে যাওয়া মোহাম্মদ সাইফ উদ্দিনকে রাখা হয়েছে পর্যবেক্ষণে। তার কনকাশন বদলি হিসেবে ওই ম্যাচে বোলিং করা তাসকিন আহমেদ আছেন এবার মূল একাদশেই।

বাংলাদেশ একাদশ : তামিম ইকবাল, নাঈম শেখ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোসাদ্দেক হোসেন সৈকত, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফুদ্দিন, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।

লঙ্কান দলে বদলের হিড়িক 

২০২৩ বিশ্বকাপের দিকে তাকিয়ে এই সিরিজের জন্য নতুনভাবে পথচলা শুরু করা শ্রীলঙ্কা একাদশে এনেছে অনেকগুলো বদল। অভিষেক হয়েছে তিনজনের। আসেন বান্দারার বদলে একাদশে এসেছেন নিরোশান ডিকভেলা। দাসুন শানাকার বদলে অভিষেক হয়েছে রমেশ মেন্ডিসের। অভিষেক হয়েছে চামিকা করুনারত্নে ও পেসার বিনুরা ফার্নেন্দোরও।

তিনজনই অবশ্য আন্তর্জাতিক ক্রিকেটের স্বাদ পেয়েছেন আগে। মেন্ডিস খেলেছেন দুই টেস্ট, করুনারত্নে একটি। ফার্নান্দো খেলেছেন দুটি টি-টোয়েন্টি।আগের ম্যাচ থেকে জায়গা হারিয়েছেন আশেন বান্দারা, ইসুরু উদানা, দাসুন শানাকা ও লাকশান সান্দাক্যান।

শ্রীলঙ্কা একাদশ : কুসল পেরেরা, দানুশকা গুনাথিলেকা, পাথুম নিশানকা, কুসল মেন্ডিস, নিরোশান ডিকভেলা, ধনঞ্জয়া ডি সিলভা, ওয়েইন্দু হাসারাঙ্গা, রমেশ মেন্ডিস, চামিকা করুনারত্নে, বিনুরা ফার্নেন্দো, দুশমন্ত চামিরা।

হোয়াইটওয়াশ আর ১০ পয়েন্টের লড়াই

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম সিরিজ জয়ের পর এবার বাংলাদেশের সামনে হাতছানি প্রথমবার হোয়াইটওয়াশ করার। লঙ্কানদের লড়াই হোয়াইটওয়াশ এড়ানোর।

আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগের অংশ বলে এসব সিরিজের চাওয়া-পাওয়ার সীমানা এখন অনেক বিস্তৃত। প্রতিটি ম্যাচই এখন পয়েন্ট প্রাপ্তি আর বিশ্বকাপে সরাসরি খেলার পথে আরেক ধাপ এগিয়ে যাওয়ার সুযোগ। দুই দলই মরিয়া থাকবে সেই ১০ পয়েন্টের জন্য।

৫ ম্যাচ খেলে সুপার লিগে এখনও পয়েন্টের দেখা পায়নি শ্রীলঙ্কা। তাদের তাড়না তাই অনুমিতই। ৫০ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা বাংলাদেশের অবস্থান আরও সংহত করবে শেষ ম্যাচের জয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আন্তর্জাতিক ক্রিকেট

১০ সেপ্টেম্বর, ২০২১
১০ সেপ্টেম্বর, ২০২১

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ