Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাইডেন প্রশাসনের কাছে বিপর্যস্ত ভারতের জন্য ৬ কোটি ডোজ টিকার আবেদন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৮ মে, ২০২১, ১:১৭ পিএম

করোনাভাইরাসের আঘাতে ছিন্নভিন্ন হওয়া ভারতের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের কাছে ৬ কোটি ডোজ অ্যস্ট্রাজেনেকা টিকার আবেদন করেছেন শিকাগোভিত্তিক মার্কিন অধিকার আন্দোলনের নেতা ও জনপ্রিয় মার্কিন অধিকারকর্মী রেব জেসে জ্যাকসন। –হিন্দুস্তান টাইমস

এসময় তিনি বলেন, আজ ভারত ও ভারতের মানুষের জন্য সারা পৃথিবীর মানুষ প্রার্থনা করছে। তিনি বলেন, মহাত্মা গান্ধীর দেশ ভারত এই করোনা মহামারির সাথে যুদ্ধে বিজয়ী হবে বলে আমি মনে করি।গত বুধবার এক সংবাদ সম্মেলনে তিনি টিকার বিষয়টি বিবেচনার জন্য মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসের দৃষ্টি আকর্ষণ করেন।তিনি ভারতসহ করোনায় আক্রান্ত দেশগুলোর জন্য আরও তহবিল, টিকা, ওষুধ ও সরঞ্জামাদি সংগ্রহের উপর জোর দেন। এসময় ভারতীয়-আমেরিকান কমিউনিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ