Inqilab Logo

শনিবার, ০১ জুন ২০২৪, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৩ জিলক্বদ ১৪৪৫ হিজরী

নান্দাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ২

ঈশ্বরগঞ্জ(ময়মনসিংহ)উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৮ মে, ২০২১, ১২:২১ পিএম

ময়মনসিংহের নান্দাইলে মাইক্রোবাস-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। শুক্রবার সকালে নান্দাইল চৌরাস্তা-আঠারোবাড়ি আঞ্চলিক সড়কের বারইগ্রাম এলাকায় ওই দুর্ঘটনাটি ঘটে।

জানা যায়, উপজেলার নান্দাইল চৌরাস্তা মোড় এলাকা থেকে পার্শ্ববর্তী ঈশ্বরগঞ্জ উপজেলা আঠারোবাড়ি রায়ের বাজারের পথে যাত্রী নিয়ে একটি ইজিবাইক যাচ্ছিল। অপরদিকে একটি মাইক্রোবাস আঠারোবাড়ি থেকে নান্দাইল চৌরাস্তা আসার পথে বারইগ্রাম নামক স্থানে ইজিবাইকের সাথে মুখোমুখি সংর্ঘষ হয়। এতে ঘটনাস্থলেই আঃ খালেক (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়। এসময গুরুতর আহত অবস্থায় আরো চারজনকে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শাহাবুদ্দিন (৪৫) নামে আরো একজনকে মৃত ঘোষণা করেন। বাকি দু্ইজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। নিহত শাহাবুদ্দিন উপজেলার বাঁশহাটি গ্রামের বাবর আলীর ছেলে।

এই বিষয়ে নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান আকন্দ বলেন, এঘটনায় মাইক্রোবাস চালককে আটক করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সড়ক দুর্ঘটনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ