মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
আবারও মার্কিন যুক্তরাষ্ট্রে গুলির ঘটনা ঘটালো। এবার রেলকর্মীর গুলিতে ৮ জন নিহত হয়েছে। চলতি বছরে এরকম ১৫টি ঘটনা ঘটেছে আমেরিকায়। এতে মৃত্যু হয়েছে ৮৫ জনের। জানা যায়, যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান হোজের রেলওয়ে মেরামত স্থাপনায় বন্দুকধারীর গুলিতে ৮ জন নিহত ও অনেকে আহত হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। স্থানীয় সময় বুধবার সকাল পৌনে ৭টার দিকে এ ঘটনা ঘটে। ভয়েস অব আমেরিকা জানায়, বন্দুকধারীর পরিচয় শনাক্ত করেছে পুলিশ। স্যাম ক্যাসিডি নামের ওই ব্যক্তি সান হোজের ভ্যালি ট্রান্সপোর্টেশন স্থাপনায় কাজ করতো। এ ঘটনায় বন্দুকধারীর মৃত্যু হয়েছে, তবে অন্যদের পরিচয় এখন জানা যায়নি। কী কারণে সহকর্মীদের ওপর গুলি চালান স্যাম ক্যাসিডি, তাও জানা যায়নি। স্থানীয় সংবাদমাধ্যম জানায়, রেলকর্মীদের এক বৈঠক চলাকালীন এ বন্দুক হামলা চলে। এ ঘটনার ঠিক আগমুহ‚র্তে এক রেলকর্মীর ঘরে আগুন লাগে। ধারণা করা হচ্ছে, গুলি চালানোর আগে বন্দুকধারী নিজের ঘরে আগুন লাগান। তবে বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি। ভিওএ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।