Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লক্ষ্মীপুরে পিকআপ-মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১

লক্ষ্মীপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৭ মে, ২০২১, ৪:৫২ পিএম

লক্ষ্মীপুরে সদর উপজেলার ভবানীগঞ্জ-তেওয়ারীগঞ্জ সড়কের স্টিলের পুল এলাকায় বৃহস্পতিবার (২৭ মে) দুপুরে পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আবদুস সাত্তার(৪৭) নিহত হয়েছে। ঘটনার পরপরই সড়কের তিনিটি গুরুত্বপূর্ণ মোড়ে অবরোধ করে বিক্ষুব্দরা।

নিহত সাত্তার তেওয়ারীগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক। তিনি একই ইউনিয়নের ৫ ওয়ার্ডের ওএমএসের (১০ টাকা কেজি চাল) ডিলার। তিনি একই ইউনিয়নের শহর কসবা গ্রামের বাসিন্দা।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘটনার সময় আবদুস সাত্তার ভবানীগঞ্জ চৌরাস্তা থেকে মোটরসাইকেলযোগে বাড়ির দিকে যাচ্ছিলেন। এসময় ঘটনাস্থল পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুত গতির পিকাআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই সাত্তার মারা যায়। স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়।

লক্ষ্মীপুর সদর থানার উপ-পরিদর্শক (এসআই) ইয়াকুব আলী বলেন, পিকআপ রেখে চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। চালক ও গাড়ির মালিককের পরিচয় উদঘাটনে চেষ্টা চলছে। এ ব্যাপারে পরিবারের লোকজনের সিদ্ধান্তের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সড়ক দুর্ঘটনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ