Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কক্সবাজারে ইয়াসে প্রাথমিক তথ্যে প্রায় ৬ শত ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত, শিগগিরই চুড়ান্ত তালিকা -জেলা প্রশাসক মামুনুর রশীদ

কক্সবাজার ব্যুরো | প্রকাশের সময় : ২৭ মে, ২০২১, ৮:১০ এএম

ঘূর্ণিঝড় ইয়াস ও পূর্ণিমার প্রভাবে গত ২ দিনে কক্সবাজার জেলায় ২ হাজার ৫ শত ৭০ টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জেলা প্রশাসনের প্রাথমিক তথ্যে জানা গেছে।
কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, দুর্যোগ ব্যবস্থাপনার নির্ধারিত ফরমে ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ নিরূপণ করা হচ্ছে। ক্ষয়ক্ষতি নিরূপণে লবণ, মাছ, কৃষিজ, ঘরবাড়ি, বেড়ীবাঁধ, স্থাপনা, পানেরবরজসহ সবকিছু আনা হবে। আগামী ২/৩ দিনের মধ্যেই ক্ষয়ক্ষতি চুড়ান্ত তালিকা করা যাবে বলে ডিসি মোঃ মামুনুর রশীদ আশাবাদ ব্যক্ত করেছেন।

জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ আরো জানান, তিনি নিজে বৃহস্পতিবার ২৬ মে মাতারবাড়ী এলাকার ৪ টি ক্ষতিগ্রস্ত পয়েন্ট এবং কক্সবাজার শহরের জলমগ্ন পশ্চিমাংশ পরিদর্শন করেছেন।

জেলার উপকূলীয় এলাকা বিশেষ করে মহেশখালী, কুতুবদিয়া, মাতারবাড়ী, সেন্টমার্টিনে ভেঙ্গে যাওয়া বেড়িবাঁধের বিষয়ে পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ারকে অবহিত করা হয়েছে। ক্ষয়ক্ষতি দেখতে তিনি খুব শীঘ্র কক্সবাজার সফর করতে পারেন বলেও ডিসি মোঃ মামুনুর রশীদ জানান।

তিনি বলেন, সমস্যাসমুহ চিহ্নিত করে ভবিষ্যতে কিভাবে বেড়িবাঁধ গুলো টেকসই ও স্থায়ীভাবে নির্মাণ করা যায়, তা চিন্তা করা হবে। এজন্য ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের সময় তাঁর সাথে কক্সবাজার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী প্রবীর কুমার গোস্বামী, স্থানীয় প্রশাসনের প্রতিনিধি ও জনপ্রতিনিধিরা ছিলেন।

গত ২ দিনের সামুদ্রিক অতিরিক্ত উচ্চতার জোয়ারের পানিতে সেন্টমার্টিনের জেটি, পন্টুন, উত্তর সেন্টমার্টিনের কবরস্থানসহ কিছু এলাকা বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

শাহপরীর দ্বীপের বেড়িবাঁধ ভেঙ্গে প্লাবিত হয়েছে। মহেশখালী, কুতুবদিয়া, মাতারবাড়ী, কক্সবাজার সদরের উপকূলীয় এলাকাও ক্ষয়ক্ষতি হয়েছে। প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল।

জেলা প্রশাসক আরো বলেন, মাতারবাড়ী, মহেশখালী ও কুতুবদিয়ায় টেকসই বেড়িবাঁধ নির্মাণের জন্য একটি প্রকল্প জাতীয় অর্থনৈতিক পরিষদে (একনেক) প্রক্রিয়াধীন রয়েছে। সেটি দ্রুততম সময়ে টেন্ডারের মাধ্যমে বাস্তবায়ন করে কক্সবাজারের উপকূলীয় এলাকাকে সুরক্ষা ও নিরাপদ করা হবে।

তিনি বলেন, স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধিদের সমন্বয়ে প্রকৃত ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করে সরকারি ত্রাণ সহায়তা দেওয়া হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঘূর্ণিঝড় ইয়াস


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ