বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
মেঘনানদীর অস্বাভাবিক জোয়ারে লক্ষ্মীপুরের রামগতি উপজেলার নিম্নাঞ্চলসহ বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে পড়েছে। বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ইয়াস এবং পূর্ণিমার প্রভাবে ঝড়োহাওয়ার কারণে মঙ্গলবার সকাল থেকে মেঘনানদীর জোয়ারে পানি স্বাভাবিকের চেয়ে ৪-৫থেকে ফুট বেড়ে জলোচ্ছ্বাসের সৃষ্টি হয়েছে। এতে উপজেলার মেঘনানদীর তীরবর্তী প্রায় ৩০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল মোমিন দুর্গত এলাকা পরিদর্শন করেন।
সরজমিন ঘুরে দেখা যায় উপজেলার মেঘনার তীরবর্তী এলাকায় পানি বৃদ্ধি পাওয়ায় ভেসে গেছে পুকুরসহ বিভিন্ন ঘেরের মাছ। পানি বৃদ্ধির সাথে সাথে ফসলের ক্ষতিসহ তীরবর্তী মানুষের চরম দুর্ভোগ দেখা দিয়েছে। এছাড়াও বেড়ীবাঁধ না থাকায় রামগতি উপজেলার মেঘনা নদীর তীরবর্তী পৌর শহর আলেকজেন্ডার বাজার এলাকা,বালুরচর,সুজনগ্রাম,জনতা বাজার, মুন্সীরহাট, বাংলাবাজার, সবুজগ্রাম, আসলপাড়া, সেবাগ্রাম, চরটগবী, গাবতলী, চরআলগী, চরগোঁসাই, চরমিজ, বড়খেরী, চরগাজী, চরগজারিয়া, চর মুজাম্মেল ও তেলিরচরসহ নিম্নাঞ্চল এলাকাগুলো পানির নিচে তলিয়ে যায়।
খোঁজ নিয়ে জানা যায়, পানিবন্দি মানুষগুলো তাদের গবাদি পশু, হাঁস-মুরগি শিশুদের নিয়ে চরম অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। স্বাভাবিকের চেয়ে ৪-৫ ফুট পানি বেড়ে যাওয়ায় অনেকের রান্নার চুলা নষ্ট হয়ে যাওয়ায় খাদ্য সংকটে রয়েছেন তারা।
রামগতি উপজেলার চরআলগী ইউপি চেয়ারম্যান জাকির হোসেন লিটন চৌধুরী চরগাজী ইউপি চেয়ারম্যান তাওহীদুল ইসলাম সুমন জানান,মেঘনার প্রবল বাতাস ও জোয়ারের পানি ঢুকে তাদের ইউনিয়ন সহ আশেপাশের এলাকার ঘরবাড়ি ও মানুষ পানি বন্ধী হয়ে পড়েছে।
রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল মোমিন বলেন,বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ইয়াস এর প্রভাবে অস্বাভাবিক জোয়ারের পানিতে চরাঞ্চলসহ নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে। জনপ্রনিধিদেরকে এলাকাবাসীর পাশে থাকার জন্য বলা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।