Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় ২ বোনের মৃত্যু, আহত ২

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২৬ মে, ২০২১, ১০:০০ এএম

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাটে ট্রাকের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই বোন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দুই জন। নিহতরা হলেন ডলি আক্তার (৪০) ও লায়লা বেগম (৩৫)। পুলিশ জানায় মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় পৌরসভার চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের আজম রোডের মাথায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ডলি আক্তার নাজিরহাট পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের শেখ মুহাম্মদ তালুকদার বাড়ির নন্না মিয়ার স্ত্রী। তার বোন লায়লা বেগম পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কুম্বার পাড়া বড় বাড়ির বাসিন্ধা মুহাম্মদ আনোয়ারের স্ত্রী। আহতরা হলেন, নিহত ডলি আক্তারের স্বামী নন্না মিয়া (৬০) ও নিহত লায়লা বেগমের স্বামী সিএনজি চালক মুহাম্মদ আনোয়ার (৪৫)।

পরিবারের ৪ সদস্য মিলে ফ্রিজ কিনতে বাড়ি থেকে বের হলেও ২ জন ফিরেছেন লাশ হয়ে। আর এ ঘটনায় গুরুতর আহত বাকি আরও দু’জনকে নেয়া হয়েছে চমেক হাসপাতালে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সড়ক দুর্ঘটনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ