Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিজেপি নেতার টুইটকে বিকৃত বলায় টুইটার অফিসে পুলিশ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৬ মে, ২০২১, ১২:০১ এএম

ভারতের কেন্দ্রীয় ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) এক নেতার টুইট বার্তাকে ত্রচটিপ‚র্ণ ও বিকৃত হিসেবে ম্যানিপুলেটেড মিডিয়া হিসেবে ট্যাগ করায় ভারতে টুইটার অফিস পরিদর্শন করেছে পুলিশ। সোমবার টুইটারের এই পদক্ষেপের জেরে অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্তের জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রভাবশালী এই প্ল্যাটফর্মের নয়াদিল্লির অফিসে আসে পুলিশ। এর আগে বিজেপির জাতীয় মুখপাত্র সামবিত পাতারাসহ কয়েকজন নেতা আলাদা আলাদা টুইট বার্তায় এক দলিলের কিছু অংশ শেয়ার করে প্রচার করেন, সরকারের করোনা সংক্রমণ মোকাবেলায় ব্যর্থতা প্রচারে প্রধান বিরোধী দল কংগ্রেস পরিকল্পনা করছে। কংগ্রেস অবশ্য এই দলিলকে ‹ভুয়া› হিসেবে উল্লেখ করে টুইটার কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানিয়েছে। কংগ্রেসের অভিযোগে ওই টুইটগুলোকে ‹ম্যানিপুলেটেড মিডিয়া› হিসেবে ট্যাগ করে টুইটার কর্তৃপক্ষ। টুইটারের তথ্য অনুসারে, ভিডিও, অডিও ও ছবিযুক্ত কোনো পোস্ট যদি পরিবর্তন বা বিকৃত করে প্রচার করা হয়, তবে তাতে ‹ম্যানিপুলেটেড মিডিয়া› ট্যাগ করা
হয়। আল-জাজিরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিজেপি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ