Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভোলায় ঘূর্নিঝড় ‘ইয়াস’ মোকাবেলায় বিভিন্ন পদক্ষেপ জেলা প্রশাসনের

চরফ্যাশনে কিছু বাতাস ও পানি বাড়ছে।

ভোলা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৫ মে, ২০২১, ১১:২৮ এএম

ভোলায় ঘূর্নিঝড় ‘ইয়াস’ মোকাবেলায় জরুরী বিভিন্ন পদক্ষেপ গ্রহন করেছে জেলা প্রশাসন ও জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি।
জেলা প্রশাসক মোঃ তৌফিক ইলাহী চৌধুরী ইনকিলাবকে বলেন ১৩ হাজার সেচ্ছাসেবক মাঠে কাজ করবে।একইসাথে সাধারন মানুষকে নিরাপদে নেয়ার জন্য ৭শত ৯টি আশ্রয়কেন্দ্র প্রস্তত রাখা হযেছে। এখানে মোট ৫ লাখ ৩৬ হাজার মানুষ আশ্রয় গ্রহন করতে পারবে। এছাড়া প্রশাসনের পক্ষ থেকে ঝুঁকিপূর্ন ৪০টি এলাকার ৩ লাখ ১৮ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হবে।
দুর্যোগ মোকাবেলায় জেলায় ৭৬টি মেডিকেল টিম গঠন করা হয়েছে। প্রস্তুত রাখা হয়েছে খাওয়ার স্যালাইন,শুকনো খাবার, ঔষধসহ অন্যান্য ব্যবস্থা। জেলা সদরে একটি ও সকল উপজেলায় একটি করে কন্ট্রোল রুম খোলা থাকবে। এখান থেকে ঝড়ের সব ধরনের তথ্য পাওয়া যাবে। দুর্যোগকে কেন্দ্র করে কেউ যদি গুজব ছড়ায় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। পাশাপাশি মানুষের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থানে থাকবে। কোস্টগার্ডও বিভিন্নস্থানে মাইকিং করে জনগনকে সতর্ক করা হচ্ছে। এদিকে চরফ্যাশনে ঢালচর ও চর কুকরি মুকরিতে ইয়াসের প্রভাবে কিছু বাতাস বইছে ও জোয়ারের প্রভাবে কিছু পানি প্লাবিত হচ্ছে বলে জানালেন চরফ্যাশন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রুহুল আমিন। পাউবোের ডিভিশন ২ এর নির্বাহী প্রককৌশলী হাসান মাহমুদ জানান এখন পর্যন্ত ইয়াসের কোন প্রভাব দেখা যায় নাই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঘূর্ণিঝড় ইয়াস


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ