বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নারায়ণগঞ্জে ফতুল্লার কাশিপুরের দেওভোগ নাগবাড়ি এলাকায় ৩৩৩-তে ফোন করায় খাদ্য সহায়তা না দিয়ে উল্টো ১০০ পরিবারকে খাদ্য সামগ্রী দান করার নির্দেশের ঘটনায় অতিরিক্ত জেলা প্রাশাসক (সার্বিক) মো. শামীম বেপারীকে প্রধান করে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। গতকাল দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ এ ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে তিন কার্যদিবসের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দেয়ার নির্দেশ দিয়েছেন। তদন্ত কমিটিতে অতিরিক্ত জেলা প্রাশাসক (সার্বিক) মো. শামীম বেপারীকে প্রধান করে ডিআরআরও জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা রেজাউল করিম ও সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কামরুল হাসান মারুফকে সদস্য করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ জানিয়েছেন, তদন্ত কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। দেওভোগ নাগবাড়ি এলাকায় ৩৩৩-তে ফোন করায় খাদ্য সহায়তা না দিয়ে ১০০ পরিবারকে খাদ্য সামগ্রী দানের বিষয়টির সার্বিক বিষয় প্রকৃত ঘটনা কি তা জানা এবং সে বিষয়ে ব্যবস্থা গ্রহণ করতেই এ তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।