মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : সিরিয়ার দামেস্কের একটি অঞ্চলে খাদ্য সহায়তা আসার কিছুক্ষণ পরই আসাদ বাহিনী ব্যারেল বোমা নিক্ষেপ করে। ওই অঞ্চলে চলমান গৃহযুদ্ধের দীর্ঘ ৪ বছরে এবারই প্রথম খাদ্য সহায়তা পৌঁছলো। এক খবরে বলা হয়, শুক্রবার আরব রেড ক্রিসেন্ট ও জাতিসংঘের সহায়তায় খাদ্য সামগ্রী পৌঁছানো হয়। স্থানীয় বাসিন্দারা জানান, অন্তত ২৮টি ব্যারেল বোমা, ক্রুড এবং আনগাইডেড বিস্ফোরক ডিভাইস নিক্ষেপ করা হয়েছে সেখানে। এ সকল বোমা হেলিকপ্টার থেকে নিক্ষেপ করা হয়। গত বৃহস্পতিবার সিরিয়ার সরকারের পক্ষ থেকে ১৯টি অবরুদ্ধ অঞ্চলের মধ্যে ১৫টিতে জাতিসংঘকে খাদ্য সহায়তার অনুমতি দেয়া হয়। তবে যুক্তরাজ্যভিত্তিক সিরিয়া পর্যবেক্ষক মানবাধিকার সংস্থা জানিয়েছে, অব্যাহত বোমা হামলার জন্য দারায়াতে খাদ্য সহায়তা পৌঁছানো সম্ভব হচ্ছে না। ২০১২ সালের নভেম্বর থেকেই দারায়া অবরুদ্ধ অবস্থায় আছে। সিরিয়ায় গৃহযুদ্ধে সবচেয়ে বেশি বোমাবর্ষণের শিকার হয়েছে দারায়া। ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জিন-মার্ক আইরাওল্ট ব্যারেল বোমা নিক্ষেপের ক্ষোভ নিন্দা প্রকাশ করেছেন। জাতিসংঘের হিসেব মতে সিরিয়াতে এখন প্রায় ৫৯২৭০০ জন মানুষ অবরুদ্ধ অবস্থায় রয়েছে। এর মধ্যে প্রায় ৪৫২৭০০ জন মানুষ সরকারি বাহিনী কর্তৃক অবরুদ্ধ। আল-জাজিরা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।