Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজবাড়ী জেলা পুলিশের খাদ্য সহায়তা পেল বেদে পল্লীর ২৯টি পরিবার

রাজবাড়ী জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩০ মার্চ, ২০২০, ২:৪৮ পিএম | আপডেট : ৪:২২ এএম, ১ এপ্রিল, ২০২০

রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড়ে (আহলাদিপুর হাইওয়ে থানার পাশে) অস্থায়ী বসতি গড়ে তোলা ২৯ টি বেদে পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করছেন জেলা পুলিশ প্রশাসন।

সোমবার দুপুরে রাজবাড়ীর পুলিশ সুপার মো. মিজানুর রহমান পিপিএম নির্দেশক্রমে খাদ্য সহায়তা হিসেবে প্রত্যেকে পরিবারকে ৫কেজি চাল, ২ কেজি আলু ও ১ কেজি ডাল প্রদান করা হয়েছে।

গত রবিবার বিকেলে বেদে পরিবারগুলোর মধ্যে জেলা পুলিশের পক্ষ থেকে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করতে যান রাজবাড়ী থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার মজুমদার।

এসময় রাজবাড়ী সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. আমিনুল ইসলাম, খানখানাপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মো. শহীদুল ইসলাম উপস্থিত ছিলেন।

বেদেদের সরদার মোহাম্মদ শেখ বলেন, রবিবার ওসি স্যার আমাদের মাস্ক দিতে এসেছেন তাই তাকে কাছে পেয়ে আমরা তার কাছে খাদ্য সহায়তা চেয়েছি। আজকে স্যার আমাদের সহযোগীতা করলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ