Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আসামের চা বাগানে শনাক্ত ১৮শ’

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৪ মে, ২০২১, ১২:০১ এএম

ভারতের আসামের চা বাগানগুলোতে কোভিড সংক্রমিত হয়ে অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। চা বাগান এলাকায় কোভিড শনাক্ত হয়েছে প্রায় ১৮০০ মানুষের। আসামের সরকার চা বাগানগুলোতে কোভিড সংক্রমণ রোধে নানা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এরইমধ্যে এই মৃত্যু ও আক্রান্তের উচ্চ মাত্রার খবর পাওয়া গেলো। এ খবর দিয়েছে এনডিটিভি। খবরে বলা হয়েছে, ১৯শে মে পর্যন্ত আসামের ২২৯টি চা বাগানে ১৮৫১ জনের কোভিড শনাক্ত হয়েছে। এরমধ্যে সরকারের নির্দেশনা অনুসরণ করে ২১৪টি চা বাগানে কোভিড কেয়ার কেন্দ্র খোলা হয়েছে। যদিও সেখানে পর্যাপ্ত কোনো সুযোগ সুবিধা নেই। এ নিয়ে রাজ্যটির চা শ্রমিক মন্ত্রী সঞ্জয় কিশান বলেন, গত বছর চা বাগানগুলোতে কোভিড সংক্রমণ দেখা যায়নি। কিন্তু এবার সংক্রমণ দেখা যাচ্ছে। এনডিটিভি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আসাম


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ