Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আজাদ কাশ্মীরের প্রথম নারী পাইলট মরিয়ম

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৪ মে, ২০২১, ১২:০১ এএম

আজাদ কাশ্মীর থেকে প্রথম নারী পাইলট হলেন মরিয়ম মুজতবা। তিনি মুজাফফরাবাদের বাসিন্দা। তার এই অর্জনকে সব নারীর জন্য রোলমডেল হিসেবে আখ্যায়িত করে ব্যাপক প্রশংসা করেছেন আজাদ জম্মু কাশ্মীরের প্রেসিডেন্ট সরদার মাসুদ খান। এ খবর দিয়েছে অনলাইন ডন। এতে বলা হয়েছে, মরিয়ম মুজতবার স্বামী আজাদ জম্মু কাশ্মীর পুলিশের ডেপুটি সুপারিনটেন্ডেন্ট মুজতবা রাঠোর আগা। শনিবার তাকে সঙ্গে নিয়ে প্রেসিডেন্ট সরদার মাসুদ খানের সঙ্গে আইওয়ানে সদরে সাক্ষাত করতে যান মরিয়ম। এ সময় তার ভ‚য়সী প্রশংসা করেন তিনি। মরিয়মের জন্ম দখলীকৃত কাশ্মীরের সোফিয়ানের একটি অভিবাসী কাশ্মীরি পরিবারে। তারা বসতি গড়েছেন মুজাফফরাবাদ ও রাওয়ালপিন্ডিতে। রাওয়ালপিন্ডিতে প্রাথমিক বেসামরিক বিমান চলাচল বিষয়ক প্রশিক্ষণ নিয়েছেন মরিয়ম। তারপর নিউ জার্সিতে অবস্থিত ফ্লাইট বিষয়ক একাডেমি সেঞ্চুরি এয়ারে প্রশিক্ষণ নিয়েছেন। এরপর তিনি পেয়েছে বাণিজ্যিক পাইলট লাইসেন্স। স¤প্রতি তাকে এয়ারবাস-৩২০তে ‘ফার্স্ট অফিসার’ হিসেবে অনুমোদন করেছে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স। অনলাইন ডন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মরিয়ম


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ