Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দেশের প্রেক্ষাগৃহে আজ মুক্তি পাচ্ছে ‘রেহানা মরিয়ম নূর’

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১২ নভেম্বর, ২০২১, ১২:১১ পিএম

দেশের প্রেক্ষাগৃহে আজ মুক্তি পাচ্ছে আলোচিত সিনেমা ‘রেহানা মরিয়ম নূর’। আব্দুল্লাহ মোহাম্মদ সাদ পরিচালিত ও আজমেরী হক বাঁধন অভিনীত সিনেমাটি মুক্তি পাবে দেশের চার জেলার ১২টি প্রেক্ষাগৃহে। সিনেমাটির প্রেক্ষাগৃহে শুভমুক্তি উপলক্ষে বৃহস্পতিবার (১১ই নভেম্বর) আয়োজন করা হয় সংবাদ সম্মেলনের। বাংলাদেশ ফিল্ম আর্কাইভ মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সিনেমাটির পরিচালক, প্রযোজক, অভিনেতা-অভিনেত্রী ও কলাকূশলীরা।

এসময় ‘রেহানা মরিয়ম নূর’ সিনেমাটি নির্মাণের পেছনের গল্প জানান এর পরিচালক। তিনি বলেন, ‘আমি ভাগ্যবান, এমন একটি টিম পাওয়ার জন্য। কারণ, আমার টিমের প্রতিটি সদস্য নিজেদের সর্বোচ্চটা দিয়েছেন বলেই ছবিটি এই পর্যায়ে এসেছে। এই মানুষগুলো আমাকে যে বিশ্বাস করেছেন, এর জন্য আমি কৃতজ্ঞ।’ তিনি আরো জানান, নারীর সংগ্রাম ও সংকট তাকে সিনেমাটি নির্মাণের প্রেরণা জুগিয়েছে। একজন নারীর ন্যায্য প্রাপ্য সম্পর্কেও বলার চেষ্টা করা হয়েছে।

সিনেমাটিতে রেহানা চরিত্রে অভিনয় করেছেন আজমেরী হক বাঁধন। তিনি বলেন, ‘এমন চলচ্চিত্র সমাজে নারীর অবস্থানে ইতিবাচক পরিবর্তন আনার সম্ভাবনা জাগায়।’

আজ থেকে (১২ নভেম্বর) ঢাকার স্টার সিনেপ্লেক্স (বসুন্ধরা সিটি), স্টার সিনেপ্লেক্স (মিরপুর), ব্লকবাস্টার সিনেমাস (যমুনা ফিউচার পার্ক), শ্যামলী সিনেমা (শ্যামলী), মধুমিতা (মতিঝিল) ও সেনা অডিটোরিয়াম (সাভার)। চট্টগ্রামের সুগন্ধা (কাজির দেউড়ি) ও সিলভার স্ক্রিন (নাসিরাবাদ), নারায়ণগঞ্জের সিনেস্কোপ (চুনকা লাইব্রেরি) ও বগুড়ার মধুবন (চেলোপাড়া) সিনেমাটি দেখা যাবে।

‘রেহানা মরিয়ম নূর’ সিনেমার কাহিনি আবর্তিত হয়েছে বেসরকারি মেডিক্যাল কলেজের শিক্ষক রেহানা মরিয়ম নূরকে কেন্দ্র করে। সেখানে রেহানা একজন মা, মেয়ে, বোন ও শিক্ষক। এক সন্ধ্যায় কলেজ থেকে বের হয়ে তিনি এমন এক ঘটনা প্রত্যক্ষ করেন, যা তাকে প্রতিবাদী করে তোলে। এক ছাত্রীর পক্ষ হয়ে সহকর্মী এক শিক্ষকের বিরুদ্ধে দাঁড়াতে বাধ্য হন রেহানা। একই সময়ে তার ৬ বছরের মেয়ের বিরুদ্ধে স্কুল থেকে রূঢ় আচরণের অভিযোগ করা হয়। এমন অবস্থায় রেহানা তথাকথিত নিয়মের বাইরে থেকে সেই ছাত্রী ও তার সন্তানের জন্য ন্যায়বিচার খুঁজতে থাকেন।

বাঁধন ছাড়াও সিনেমাটিতে আরও অভিনয় করেছেন সাবেরী আলম, আফিয়া জাহিন জায়মা, আফিয়া তাবাসসুম বর্ণ, কাজী সামি হাসান, ইয়াছির আল হক, জোপারি লুই, ফারজানা বীথি, জাহেদ চৌধুরী মিঠু প্রমুখ।

উল্লেখ্য, বাংলাদেশের প্রথম সিনেমা হিসেবে ৭৪তম কান চলচ্চিত্র উৎসবের ‘আনসার্টেন রিগার্ড’ বিভাগে অংশ নেয় ‘রেহানা মরিয়ম নূর’। কানে পুরস্কার না জিতলেও দারুণ প্রশংসা কুড়ায়। এর পর প্রদর্শিত হয়েছে মেলবোর্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও। বুসান ছাড়াও দেখানো হয়েছে ব্রিটিশ ফিল্ম ইনস্টিটিউট অব লন্ডন ফিল্ম ফেস্টিভালে।

সম্প্রতি অস্ট্রেলিয়ার মর্যাদাপূর্ণ ১৪তম এশিয়া প্যাসিফিক স্ক্রিন অ্যাওয়ার্ডসে (অ্যাপসা)-তে যৌথভাবে ‘জুরি গ্র্যান্ড প্রাইজ’ (উৎসবের দ্বিতীয় পুরস্কার) জিতে নিয়েছে ‘রেহানা মরিয়ম নূর’। এদিকে আসন্ন ৯৪তম অস্কারে ‘বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম’ বিভাগে প্রতিযোগিতার জন্য বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে ‘রেহানা মরিয়ম নূর’।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ