Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কালকিনিতে দিনমজুরের বসতঘরে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা

কালকিনি (মাদারীপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৩ মে, ২০২১, ৪:১৭ পিএম

মাদারীপুরের কালকিনি উপজেলার ডাসার থানার আইসার গ্রামে রাতের আঁধারে ঘুমন্ত অবস্থায় আসরাফ খন্দকার নামের এক দিন মজুরের বসত ঘরে অগ্নীসংযোগ করেছে দূর্বৃত্তরা। আজ(রবিবার) রাত ২টার সময় ঘুমন্ত অবস্থায় আগুনের তাপে পরিবারের লোকজন জেগে ওঠে এবং ডাক-চিৎকারে স্থানীয়রা এসে ২ঘন্টা প্রাণপন চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনলেও ততক্ষণে পুড়ে সব ছাই হয়ে যায়। খবর পেয়ে ডাসার থানা পুুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে।
গ্রামবাসী ও ভূক্তভোগী পরিবার জানায়, দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে আসরাফ খন্দকারের সাথে প্রতিবেশী মনোয়ারা ও জাহিদ কাজীদের দ্বন্দ্ব চলে আসছে। কয়েকদিন আগে গ্রামের ইউপি সদস্য সাগর আহম্মেদ দুলালের নেতৃত্বে আপস মিমাংসার কথা চললেও রাতে বসতঘরে অগ্নীসংযোগের ঘটনায় উভয় পক্ষের মধ্যে চরম উত্তেজনার সৃষ্টি হয়েছে।
তবে এঘটনায় কেউ জড়িত আছে কিনা তা উদ্ঘাটনে ডাসার থানা পুলিশ বিষয়টি তদন্ত করছে বলে জানিয়েছে ডাসার থানার অফিসার ইনচার্জ মোঃ হাসানুজ্জামান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অগ্নিসংযোগ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ