গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
রাজধানীর পল্লবী এলাকায় সাবেক এমপি আউয়ালের নির্দেশে সন্তানের সামনে সাহিনুদ্দীন নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার ঘটনায় ‘কিলার’ শরিফকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (২২ মে) সন্ধ্যায় নারায়ণগঞ্জের কাঁচপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) মিরপুর বিভাগের পল্লবী জোনাল টিম।
সাহিনুদ্দীন হত্যায় ভাড়াটে কিলার হিসেবে শরিফ সরাসরি অংশ নিয়েছিল বলে জানিয়েছে ডিবি।
গোয়েন্দা পুলিশের মিরপুর পল্লবী জোনের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মো. আহসান খান জানান, গ্রেপ্তার অপর আসামিদের দেওয়া তথ্য এবং প্রযুক্তির সহায়তায় হত্যাকাণ্ডে শরিফ জড়িত থাকার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। পরে অবস্থান শনাক্ত করে কাঁচপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে এর আগেও একাধিক মামলা রয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।