Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কোপা আমেরিকা নিয়ে নতুন শঙ্কা

আর্জেন্টিনায় লকডাউন

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৪ মে, ২০২১, ১২:০২ এএম

১৩ জুন থেকে শুরু হওয়ার কথা কোপা আমেরিকা। হাতে তেমন সময় নেই। কিন্তু টুর্নামেন্ট আয়োজন নিয়ে জটিলতা কাটছেই না। রাজনৈতিক অস্থিরতার কারণে আয়োজক দেশ থেকে সরে দাঁড়িয়েছে কলম্বিয়া।

তবে সঙ্গে সঙ্গেই সমাধান খুঁজে বের করে ফেলেছিল দক্ষিণ আমেরিকার ফুটবল গভর্নিং সংস্থা কনমেবল। তারা স্পষ্ট জানিয়ে দেয়, চলতি মৌসুমের কোপা আমেরিকা টুর্নামেন্ট স্থগিত রাখার প্রশ্নই উঠে না। এই টুর্নামেন্টের পুরোটাই আর্জেন্টিনায় হবে।
কিন্তু এখানেও বেঁধেছে নতুন ঝামেলা। আর্জেন্টিনায় করোনা পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করায় লকডাউনের ঘোষণা দিয়েছে দেশটির সরকার। এতে ১০ দিনের জন্য স্থগিত হয়ে গেছে আর্জেন্টিনা লিগের প্লে-অফগুলো। এর প্রভাব পড়তে পারে বিশ্বকাপ বাছাই, কোপা আমেরিকার ওপরও।
বিশ্বকাপ বাছাইয়ে চিলির বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচটি হওয়ার কথা তাদেরই মাঠে। চার দিন পর লিওনেল মেসির দল খেলবে কলম্বিয়ায়। কলম্বিয়ায় গৃহযুদ্ধ এবং আর্জেন্টিনায় লকডাউনের কারণে দুটি ম্যাচ নিয়েই শঙ্কা তৈরি হয়েছে।
এরপর ১৩ জুন থেকে ১০ জুলাই পর্যন্ত হওয়ার কথা কোপা আমেরিকা। ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের মতই এই টুর্নামেন্টও গত এক বছর ধরে করোনা ভাইরাস মহামারির জন্য স্থগিত হয়ে রয়েছে। এবার মাঠে গড়ানোর কথা জোর দিয়ে কনমেবল বললেও আর্জেন্টিনার করোনা পরিস্থিতি নতুন করে ভাবাচ্ছে।
সহ-আয়োজকদের পরিস্থিতি বিবেচনায় ক’দিন আগে এককভাবে আসরটি আয়োজনের প্রস্তাবও দিয়েছিল আর্জেন্টিনা। যদিও কোভিড-১৯ এর প্রাদুর্ভাবে তাদের অবস্থা ভালো নয়। দেশটিতে ইতোমধ্যে করোনাভাইরাসের থাবায় প্রাণ হারিয়েছে ৭২ হাজার ৬৯৯ জন। চলতি সপ্তাহের শুরুর দিকে এক দিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ডও হয়। দেশটির ফুটবল ক্লাব রিভার প্লেটের ২০ জন খেলোয়াড় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। সবকিছু মিলিয়েই আর্জেন্টিনার কোভিড-১৯ পরিস্থিতি বেশ নাজুক। এর মাঝেই বৃহস্পতিবার আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবের্তো ফের্নান্দেস কড়া লকডাউনের ঘোষণা দেন। চলতি সপ্তাহের শেষ দিন থেকে শুরু হয়ে যা চলবে ৩১ মে পর্যন্ত।
গতকালের ইন্দিপেন্দেন্তে-কোলন এবং আজ বোকা জুনিয়র্স-রেসিংয়ের নির্ধারিত ম্যাচ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ), ‘আমরা কাজ করছিৃ.সেমি-ফাইনালগুলো এবং ফাইনালের নতুন সূচি ঠিক করতে।’
আর্জেন্টিনার সব ঘরোয়া লিগও স্থগিত করা হয়েছে। সরকারের এই কড়া লকডাউনের সিদ্ধান্তে সব ধরনের খেলাধুলা, ধর্মীয় আচার-অনুষ্ঠান ও সামাজিক কর্মকান্ড (জন সমাবেশ) বন্ধ থাকবে। এছাড়াও বন্ধ থাকবে শিক্ষাপ্রতিষ্ঠান এবং কম গুরুত্বপূর্ণ আর্থিক প্রতিষ্ঠানগুলো।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লকডাউন

৭ এপ্রিল, ২০২২
১৩ জানুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ