মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
জরিমানা ইইউর
ইনকিলাব ডেস্ক : ইউরোপীয় সরকারের বন্ড ট্রেডিং-সংক্রান্ত অবৈধ চুক্তিপত্রের সঙ্গে জড়িত থাকার দায়ে সুইজারল্যান্ডভিত্তিক বহুজাতিক বিনিয়োগ ব্যাংক ইউবিএস, ইতালিভিত্তিক ব্যাংকিং গ্রুপ ইউনিক্রেডিট ও জাপানভিত্তিক আর্থিক প্রতিষ্ঠান নুমুরাকে ৪৫ কোটি ২০ লাখ ডলার (৩৭ কোটি ১০ লাখ ইউরো) জরিমানা করেছে ইউরোপীয় ইউনিয়ন। বৈদেশিক লেনদেন, ইউরিবার ও লেবার বাজার আদর্শ ও বন্ড-সংক্রান্ত অবৈধ চুক্তিপত্র সম্পাদনার দায়ে অভিযুক্ত করে কোনো আর্থিক প্রতিষ্ঠানকে শাস্তিস্বরূপ জরিমানা করার সর্বশেষ উদাহরণ এটি। রয়টার্স।
কেঁপে উঠলো চীন
ইনকিলাব ডেস্ক : চীনের উত্তর-পশ্চিমাঞ্চলে ৬ দশমিক ১ মাত্রার ভ‚মিকম্প আঘাত হানে। এতে একজন নিহত এবং ৬ জন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। এদিকে শনিবার চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় কিংঘাই প্রদেশে শুক্রবার ৭ দশমিক ৩ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হেনেছে। এতে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। উদ্ধারকর্মীরা খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে গেছেন। আনাদোলু।
সাংবাদিক বহিষ্কৃত
ইনকিলাব ডেস্ক : ইহুদিবাদী ইসরাইলের বর্বর আগ্রাসনের মুখে অসহায় ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানানোর কারণে বার্তা সংস্থা এসোসিয়েটেড প্রেস বা এপি’র একজন নারী সাংবাদিককে বহিষ্কার করা হয়েছে। এমিলি উইল্ডার নামের এ সাংবাদিককে বহিষ্কারের পর সারা বিশ্বের সাংবাদিকদের মধ্যে নেতিবাচক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। চরমপন্থী ইহুদীবাদী কয়েকটি গণমাধ্যম উইল্ডারকে টার্গেট করার পর তাকে এপি কর্তৃপক্ষ বহিষ্কার করে। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।