নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
দুই বছরের ব্যবধানে পারফরম্যান্সে বিস্তর তফাৎ বাংলাদেশ জাতীয় আরচ্যারি দলের। দু’বছর আগে ২০১৯ সালে নেদারল্যান্ডসে অনুষ্ঠিত বিশ্বকাপ আরচ্যারি চ্যাম্পিয়নশিপ থেকে ব্রোঞ্জপদক জিতে টোকিও অলিম্পিকে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করেছিলেন দেশসেরা আরচ্যার রোমান সানা। দু’বছর পর দিয়া সিদ্দিকীকে নিয়ে সেই রোমানই এখন লড়বেন রিকার্ভ মিশ্র দলগতে স্বর্ণপদকের জন্য। সুইজারল্যান্ডের লুজান এক্সিলেন্স আরচ্যারি সেন্টারে বিশ্বসেরা হওয়ার জন্য রোববার বাংলাদেশ সময় বিকাল সাড়ে তিনটায় তীর-ধনুক হাতে মাঠে নামবেন রোমান-দিয়া। প্রতিপক্ষ নেদারল্যান্ডসের ভ্যান ডেন বার্গ ও ক্লোসার গ্যাব্রিয়েলা।
এর আগে বৃহস্পতিবার রিকার্ভ মিশ্র দলগতের ইলিমিনেশন রাউন্ডে ৫-৩ সেটে ইরানকে, ৫-১ সেটে জার্মানিকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠেন তারা। সেমিফাইনালে ওঠার লড়াইয়ে স্পেনের সঙ্গে প্রথম পর্যায়ে ৪-৪ সেট পয়েন্টে সমতা হয়। পরবর্তীতে দলের দু’জন আরচ্যার ১টি করে তীর ছুড়লে বাংলাদেশের স্কোর হয় (১০+৯) ১৯ এবং স্পেনের স্কোর হয় (৯+৩) ১২। শেষ তীরের ফলাফলের ভিত্তিতে বাংলাদেশ ৫-৪ সেটে স্পেনকে হারিয়ে সেমিফাইনালে ওঠে। আর শেষ চারের লড়াইয়ে বাংলাদেশ ৫-৩ সেটে কানাডাকে হারিয়ে স্বপ্নের ফাইনালে উঠে যান রোমান সানা ও দিয়া সিদ্দিকী। ফাইনালে উঠে এখন স্বর্ণপদকেরই চোখ রোমান সানা- দিয়া সিদ্দিকীর।
তাই তো শনিবার রোমান বলেন, ‘প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালে উঠেছি আমরা। অনেক আনন্দের খবর। ফাইনালে স্বর্ণপদকের জন্যই খেলবো আমরা।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।