Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নেপালের পার্লামেন্ট বিলুপ্তি ঘোষণা, নতুন নির্বাচন নভেম্বরে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২২ মে, ২০২১, ৯:৩৪ এএম

নেপালের পার্লামেন্ট বিলুপ্ত করার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট বিদ্যা দেবি ভান্ডারি। করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতি খারাপ হতে থাকার মধ্যে আগামী নভেম্বরে নতুন নির্বাচনের ঘোষণা দিয়েছেন তিনি। শনিবার প্রেসিডেন্টের দেওয়া এই ঘোষণার কারণে নেপালে নতুন রাজনৈতিক অস্থিরতা শুরু হতে পারে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

নেপালের প্রেসিডেন্টের কার্যালয়ের এক বিবৃতিতে জানানো হয়, অন্তর্র্বতী প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি কিংবা বিরোধী দলীয় নেতা শের বাহাদুর দেউবা কেউই শুক্রবার নির্ধারিত সময়ের মধ্যে নতুন সরকার গঠনের মতো সংখ্যাগরিষ্ঠতা দেখাতে পারেননি।
শুক্রবার মধ্যরাতের পর প্রেসিডেন্টের কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়, ‘প্রেসিডেন্ট হাউজ অব রিপ্রেজেন্টেটিভ বিলুপ্ত করে দিয়েছেন আর আগামী ১২ নভেম্বর প্রথম ধাপের এবং ১৯ নভেম্বর দ্বিতীয় ধাপের সাধারণ নির্বাচনের ঘোষণা দিয়েছেন।’
ওই বিবৃতিতে বলা হয়, অন্তর্র্বতীকালীন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির নেতৃত্বাধীন মন্ত্রিসভার সুপারিশে এসব সিদ্ধান্ত নিয়েছেন প্রেসিডেন্ট। তবে এই সিদ্ধান্তের বিষয়ে এখনও কোনও প্রতিক্রিয়া জানায়নি রাজনৈতিক দলগুলো।
উল্লেখ্য, নেপালে করোনাভাইরাসের প্রাণঘাতী সংক্রমণের দ্বিতীয় ঢেউ শুরু হয়েছে। দেশটিতে প্রতিদিন গড়ে আট হাজার ২০৭ জন নতুন করোনা রোগী শনাক্ত হচ্ছে। সূত্র : রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নির্বাচন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ