Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মেয়েকে নিয়ে ফিলিস্তিনের পতাকা উড়ালেন আফ্রিদি

ফিলিস্তিনকে মুক্ত করার আহবান জামালের

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২১ মে, ২০২১, ১২:০৩ এএম

ফিলিস্তিনে হামলা চালিয়েই যাচ্ছে দখলদার ইসারাইল। হত্যাযজ্ঞের তালিকা প্রতিদিনই দীর্ঘ হচ্ছে। নারী-শিশু ও সাধারণ ফিলিস্তিনি নাগরিকদের ওপর ইসরায়েলি বাহিনীর এমন নৃশংসতা নাড়া দিয়েছে বিশ্ব বিবেককে। প্রতিবাদে মুখর সবাই। ক্রীড়াবিদেরাও এর বাইরে নন। তারাও নিজ নিজ অবস্থান থেকে ফিলিস্তিনের মুক্তিকামী মানুষের প্রতি জানাচ্ছেন সংহতি। দাবি তুলছেন অবিলম্বে ইসরাইলি বাহিনীর অত্যাচার বন্ধ করার। টানা এগারোতম দিনের মতো চলছে ফিলিস্তিনের নিরপরাধ মানুষের ওপর এই বর্বরতা। গতকাল পর্যন্ত ইসরাইলি হামলায় ফিলিস্তিনের ২২৭ জন নিহত হয়েছেন। এর মধ্যে ৬৪ জনই শিশু। এ ছাড়া দেড় হাজারের বেশি মানুষ আহত হয়েছেন। ইসরাইলি আগ্রাসন থামাতে বিশ্ব ক্রীড়াঙ্গনের বহু সাবেক ও বর্তমান তারকা যার যার অবস্থান থেকে প্রতিবাদ জানাচ্ছেন।
এই যেমন পাকিস্তানের কিংবদন্তি পেসার ও সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম বলেছেন, ‘এটি কোনো খেলা নয়, যুদ্ধ। আর দিনশেষে এত মৃত্যু ও দুর্দশা যেখানে, সেখানে কেউ জয়ী হতে পারে না। সবাই হেরে গেছে এরই মধ্যে। ফিলিস্তিনিদের পাশে দাঁড়ান। মানবতার পক্ষে আওয়াজ তুলুন।’ স্বদেশী জ্যেষ্ঠ তারকার মতোই গাজায় ইসরাইলের গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদমুখর হয়েছেন পাকিস্তানের সাবেক অলরাউন্ডার ও অধিনায়ক শহীদ আফ্রিদি। নির্যাতিত ফিলিস্তিনিদের সমর্থনে নিজের মেয়েকে সঙ্গে নিয়ে ফিলিস্তিনের পতাকা উড়িয়েছেন তিনি। ছবিটি নিজের টুইটারে আপলোড করেছেন বুমবুম তারকা। ক্যাপশনে লিখেছেন- ‘ফিলিস্তিনের শিশুরা, তোমাদের জন্য এই বার্তা। আমরা তোমাদের থেকে অনেক দূরে আছি। কিন্তু আমাদের হৃদস্পন্দন তোমাদের সঙ্গেই চলছে। বর্তমানের উদ্বেগপূর্ণ সময় পেরিয়ে শিগগিরই শান্তিতে ফিরবে ফিলিস্তিন। আমাদের বাবা ও তাদের বাবারও হৃদস্পন্দন ছিল তোমাদের পূর্বপুরুষদের সঙ্গে। কষ্ট, ভয়, উদ্বেগ- এসব সাময়িক। দুঃখের এই সময়টা চিরস্থায়ী নয়।’
আকরাম, আফ্রিদি ছাড়াও ফিলিস্তিনের পক্ষে ক্রিকেটারদের মধ্যে টুইট করেছেন আফগানিস্তানের স্পিনার রশিদ খান, প্রোটিয়া অভিজ্ঞ তারকা হাশিম আমলা ও তরুণ পেসার কাগিসো রাবাদা। ফিলিস্তিনিদের পক্ষে ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন বাংলাদেশের উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম, পেসার রুবেল হোসেন, স্পিনার মেহেদী হাসান মিরাজ আর হার্ডহিটার সাব্বির আহমেদও। নিজ নিজ সামাজকযোগাযোগ মাধ্যমে ফিলিস্তিনকে মুক্ত করার আর্জি নিয়ে ছবি দিয়ে লিখেছেন ‘আমি... ফিলিস্তিনের পাশে আছি।’
ক্রিকেটারদের পাশাপাশি এবার সামাজিক যোগাযোগমাধ্যমে ফিলিস্তিনকে মুক্ত করার আহবান জানিয়েছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূইয়া। সবাইকে বলেছেন ফিলিস্তিনের নির্যাতিত জনগণের পাশে দাঁড়াতে। নির্যাতনের কিছু ছবি কোলাজ করে একটি পোস্ট করেছেন জামাল। ক্যাপশনে লেখা আছে, ‘অনেক হয়েছে। ফিলিস্তিনকে মুক্ত করো।’ তিনি আরও লিখেছেন, ‘তাদের সাহায্যের জন্য আর দোয়ার জন্য আরও অনেক হাত প্রয়োজন।’ জামাল এ মুহূর্তে আছেন বিশ্বকাপ বাছাইপর্বের জন্য জাতীয় দলের ক্যাম্পে। ৩০ মে বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ে গ্রুপের বাকি তিনটি ম্যাচ খেলতে কাতার রওনা দেবে বাংলাদেশ দল।



 

Show all comments
  • Burhan uddin khan ২১ মে, ২০২১, ৯:৩৬ এএম says : 0
    We have appreciate your plan.....
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ