Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাংবাদিক রোজিনাকে মুক্তি দেয়ার দাবি জাবি শিক্ষক সমিতির

জাবি সংবাদদাতা | প্রকাশের সময় : ২০ মে, ২০২১, ৮:১৫ পিএম

প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অভ্যন্তরে হেনস্থা, হয়রানি এবং মামলার প্রতিবাদে ক্ষোভ ও নিন্দা জানিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। বৃহস্পতিবার শিক্ষা সমিতির সভাপতি অধ্যাপক এ এ মামুন ও সম্পাদক অধ্যাপক মোহাম্মদ আমজাদ হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিবৃতিতে এই নিন্দা জানানোর পাশাপাশি অবিলম্বে সাংবাদিক রোজিনাকে নিঃশর্তে মুক্তি দেয়ার দাবি জানান।

বিবৃতিতে শিক্ষক নেতারা উল্লেখ করেন, আমরা গভীর ক্ষোভ ও উদ্বেগের সঙ্গে লক্ষ করেছি যে গত ১৭ মে ২০২১ (সোমবার) দৈনিক প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলাম স্বাস্থ্য মন্ত্রণালয়ের অভ্যন্তরে পেশাগত দায়িত্ব পালনের সময় শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়েছেন। এমনকি পরিচয় নিশ্চিত হওয়ার পরেও সচিবালয়ের মতো রাষ্ট্রের শীর্ষ প্রশাসনিক দপ্তরে নির্যাতনে অসুস্থ হয়ে পড়া এই অনুসন্ধানী সাংবাদিককে কোনো প্রকার চিকিৎসা প্রদান করা হয়নি। তাই আপাতদৃষ্টিতে মনে হচ্ছে যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুর্নীতিবিষয়ক বেশ কিছু প্রতিবেদন প্রকাশ করায় কোনো প্রকার নিয়ম নীতির তোয়াক্কা না করেই প্রতিহিংসামূলকভাবে রোজিনা ইসলামকে হেনস্তা করা হয়েছে।

জাবি শিক্ষক সমিতি আরও উল্লেখ করেন, পেশাগত দায়িত্ব পালনকালে এরূপ আগ্রাসী নির্যাতনের ঘটনায় এই প্রশ্ন জাগাটা অস্বাভাবিক নয় যে রাষ্ট্রীয় স্পর্শকাতর গোপন নথির কথা বলে কোনো বিশেষ ব্যক্তি বা ব্যক্তিবর্গের অনিয়ম আড়াল করার চেষ্টা হচ্ছে কি না। এই ঘটনার সুষ্ঠু সুরাহা না হলে দেশের সাধারণ মানুষের কাছে ও বহির্বিশ্বে দুর্নীতির বিরুদ্ধে সরকারের পদক্ষেপ প্রশ্নবিদ্ধ হবে বলে আমরা আশঙ্কা করছি। এমনকি এই ঘটনাকে দেশের গণমাধ্যমের উপর আমলাতন্ত্রের কর্তৃত্ববাদী হস্তক্ষেপ বলে সচেতন মহল মনে করছে।

শিক্ষক নেতারা মনে করেন, বিভিন্ন পেশার শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেওয়া অতীব জরুরি। পাশাপাশি সংশ্লিষ্ট সকল মহলকে ভবিষ্যতে আরো প্রজ্ঞা ও দায়িত্বশীলতার সাথে আচরণ করার অনুরোধ জানায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাবি

২১ ডিসেম্বর, ২০২২
১৪ অক্টোবর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ