Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নোয়াখালীর হাতিয়ায় ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণের চেষ্টা, থানায় মামলা

নোয়াখালী ব্যুরো | প্রকাশের সময় : ২০ মে, ২০২১, ৬:৫৭ পিএম

হাতিয়া উপজেলার চরঈশ্বর ইউনিয়নে স্বামীর অনুপস্থিতিতে ঘরে ঢুকে এক গৃহবধূকে ধর্ষণের চেষ্টা করে তিন যুবক। এসময় তাঁরা গৃহবধূর শরীরের বিভিন্ন অংশে আঘাতে রক্তাক্ত করে। পরে গৃহবধূর চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে বখাটেরা পালিয়ে যায়। পরে গৃহবধূর স্বামী এসে তাকে আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

এই ঘটনায় বুধবার রাতে ভুক্তভোগী মহিলা বাদী হয়ে তিনজনকে আসামী করে হাতিয়া থানায় একটি মামলা করে।

মামলায় আসামীরা হলো, চরঈশ্বর ইউনিয়নের ২নং ওয়ার্ডের মো.খালেকের ছেলে নজরুল ইসলাম (৩৩), একই এলাকার নুরুল হকের ছেলে জসিম (৩২) ও মো.মোস্তফার ছেলে হাসান ( ২০)।

ভুক্তভোগী গৃহবধূ জানান, দীর্ঘদিন থেকে নজরুল আমাকে উত্ত্যক্ত করে আসতেছে। আমার স্বামী একটি যাত্রীবাহী ট্রলারে শ্রমিক । নজরুল একসময় আমার স্বামীর সাথে কাজ করতো। সে গোপনে আমার স্বামীর মোবাইল থেকে আমার মোবাইল নম্বরটি নিয়ে মাঝে মাঝে কল দিয়ে কুপ্রস্তাব দিত। ঘটনার দিন রাত এগারটার সময় আমার স্বামী বাড়ীতে নেই নিশ্চিত হয়ে নজরুল তার তিন সহযোগীকে নিয়ে আমাদের বাড়ী আসে। আমি ঘুমিয়ে ছিলাম । এই সুযোগে তারা আমার ঘরে ঢুকে শ্লীলতাহানির চেষ্টা করে। তারা আমার শরীরে গলায়, বুকে ও পায়ে আঘাত করে রক্তাক্ত করে পেলে । পরে আমার চিৎকারে পাশের লোকজন এসে আমাকে আহত অবস্থায় উদ্ধার করে।

হাতিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল খায়ের বলেন, গৃহবধূ বাদী হয়ে তিনজনকে আসামী করে মামলা করেছে। অভিযুক্তদের গ্রেপ্তারে চেষ্টা চালাচ্ছে পুলিশ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নোয়াখালী

১৩ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ