Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ছাগলনাইয়ায় সিএনজি অটোরিকশা-পিকআপ ভ্যানের সংঘর্ষে চারজন নিহত, আহত ২

ছাগলনাইয়া (ফেনী) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৯ মে, ২০২১, ৩:০৫ পিএম

ফেনীর ছাগলনাইয়ায় সিএনজি অটোরিকশা-পিকআপ ভ্যানের সংঘর্ষে চারজন নিহত, ২ জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ বুধবার (১৯ মে) দুপুর ১২টায় ছাগলনাইয়া-শুভপুর সড়কের বারৈয়ারপুল এলাকায়। এই ঘটনায় পুলিশ পিকআপ ভ্যানকে আটক করলেও চালক পালিয়ে যায়। নিহতরা হচ্ছেন, শুভপুর বন শুল্ক পরিক্ষণ ফাঁড়ির বন মালি টাঙ্গাইলের সখিপুর উপজেলার আমতেল গ্রামের মৃত দরবেশ আলীর পুত্র নুরুল ইসলাম (৫২), ছাগলনাইয়ার জয়চাঁদপুর গ্রামের আবদুল গোফরানের স্ত্রী হাজেরা বেগম (৫৫), জগন্নাথ সোনাপুর গ্রামের মৃত ওবায়দুল হকের পুত্র শহিদউল্লাহ কাজী (৬২), মিরসরাই উপজেলার কাটাগাং গ্রামের এনামুল হকের পুত্র আরিফ (২৬)। আহতরা হচ্ছেন, আবদুল মালেক (২২) ও আইয়ুব (২৮)। আহতদের ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ছাগলনাইয়া থানার ওসি শহিদুল ইসলাম জানান, সিএনজি অটোরিকশা-পিকআপ ভ্যানের সংঘর্ষে সিএনজি অটোরিক্সা দুমড়ে মুচড়ে গিয়ে ৪জন নিহত ও ২জন আহত হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সড়ক দুর্ঘটনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ