বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ঈদ শেষে আজও কর্মস্থলে ফিরসে মানুষ। টাঙ্গাইল-ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ঢাকামুখী যানবাহনের চাপ বেশি তবে দূরপাল্লার গণপরিবহন বন্ধ থাকায় এ মহাসড়কে যানবাহন চলছে স্বাভাবিক গতিতে।
বুধবার সকাল থেকেই ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের বিভিন্ন বাস টার্মিনালসহ উপজেলার বিভিন্ন বাসটার্মিনালে ঢাকাগামী যাত্রীদের ব্যাপক ভিড় দেখা গেছে। যার অধিকাংশই গার্মেন্টস কর্মী।
প্রাইভেটকার, মাইক্রোবাস, মোটরসাইকেল ও সিএনজিসহ বিভিন্ন যানবাহনে কয়েকগুন বেশি ভাড়ায় গাদাগাদি করে কর্মস্থলে যাচ্ছে তারা।
এদিকে টাঙ্গাইল জেলার বিভিন্ন বাসটার্মিনাল থেকে জেলার মধ্যে বাস চলাচল করছে। জেলার বাসগুলো যাত্রীদের নিয়ে জেলা সীমান্ত এলাকায় নামিয়ে দিচ্ছে। তবে মহাসড়কে কিছু দূর পাল্লার বাসও চলাচল করছে মহাসড়কটিতে। কোথাও মানা হচ্ছে না স্বাস্থ্য বিধি। কারো মুখে নেই মাস্ক।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।