Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বঙ্গবন্ধু সেতুতে গত ২৪ ঘণ্টায় টোল আদায়ের রেকর্ড

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১২ মে, ২০২১, ৫:০৯ পিএম

বঙ্গবন্ধু সেতু দিয়ে রেকর্ড সংখ্যক যানবাহন পারাপার হয়েছে গত ২৪ ঘণ্টায় । আর এসময়ে সেতুর পশ্চিম ও পূর্ব পাড় টোলপ্লাজা থেকে গত ২৪ ঘণ্টায় টোল আদায় হয়েছে দুই কোটি ৭৩ লাখ ৮ হাজার ৭৩০ টাকা। যা বিগত ২৪ ঘণ্টার চেয়ে তুলনামূলকভাবে অনেক বেশি।

মঙ্গলবার ভোর ৬টা থেকে আজ বুধবার ভোর ৬টা পর্যন্ত সময়ে বাস, ট্রাক, পিকআপ, মাইক্রোবাস, প্রাইভেটকার ও মোটরসাইকেলসহ অন্যান্য পরিবহন মিলিয়ে ৫১ হাজার ৯৪২টি যানবাহন সেতু দিয়ে পারাপার হয়েছে। এর আগে সোমবার টোল আদায় হয়েছিল দুই কোটি ৫৬ লাখ ১৮ হাজার ৫০০ টাকা। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের বঙ্গবন্ধু সেতুর সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল গণমাধ্যমকে জানান, সেতুতে প্রতিদিনই টোল আদায় বাড়ছে। তবে তুলনামূলক কম ছিল বাস পারাপার। আজও সকাল থেকেই প্রচুর গাড়ি সেতু দিয়ে পার হচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বঙ্গবন্ধু সেতু

১৯ নভেম্বর, ২০২১

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ