বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
পেশাগত দায়িত্ব পালনকালে দৈনিক প্রথম আলোর সিনিয়র রিপোর্টার রোজিনা ইসলামকে স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক মিথ্যা মামলা দিয়ে কারাগারে প্রেরণের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তাকে অবিলম্বে মুক্তি দেয়াসহ সচিবালয়ে তার সাথে কি ঘটেছে এর একটি সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত এবং দোষী কর্মকর্তাদের শাস্তির দাবি জানিয়েছে কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকা (সিজেএফডি)।
সিজেএফডি’র ভারপ্রাপ্ত সভাপতি মো. শরীফুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. সাজ্জাদ হোসেন আজ এক বিবৃতিতে বলেন, রোজিনা ইসলামের মতো একজন নামকরা সাংবাদিককে গ্রেপ্তারের ঘটনা উদ্বেগজনক এবং মুক্ত সাংবাদিকতার উপর সরাসরি আঘাত। এটি স্বাধীন সাংবাদিকতার উপর এক ন্যক্কারজনক হামলা। সংগঠনটির দপ্তর সম্পাদক মোহাম্মদ আবদুল অদুদ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে নেতৃবৃন্দ আরও বলেন, অবিলম্বে সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার ও তাকে নিঃশর্ত মুক্তি দিতে হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।