Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিজেএফডির নতুন কমিটি মোস্তফা কামাল সভাপতি মুজিব মাসুদ সাধারণ সম্পাদক

প্রকাশের সময় : ৪ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

ঢাকায় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত চট্টগ্রামের সাংবাদিকদের সংগঠন চিটাগাং জার্নালিস্টস ফোরাম ঢাকার (সিজেএফডি) বার্ষিক সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে সংগঠনের নিজস্ব কার্যালয় রাজধানীর দৈনিক বাংলার সন্দ¦ীপ ভবনে এ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়।
সভায় সর্বসম্মতিক্রমে ২০১৬-১৭ সালের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। এতে বার্তা সংস্থা ইউএনবির স্পোর্টস ইনচার্জ মো. মোস্তফা কামাল সভাপতি ও দৈনিক যুগান্তরের বিশেষ সংবাদদাতা মুজিব মাসুদ সাধারণ সম্পাদক নির্বাচিত হন। নতুন কর্মকর্তারা হলেন-সহ-সভাপতি শাহেদ সিদ্দিকী (দি ইন্ডিপেন্ডেন্ট), যুগ্ম সম্পাদক মোর্শেদ নোমান (প্রথম আলো), অর্থ সম্পাদক শিবুকান্তি দাশ দৈনিক পূর্বকোণ), দফতর, প্রচার ও প্রকাশনা সম্পাদক তৌহিদুর রহমান (একুশে টেলিভিশন), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোশাররফ হোসাইন (আমার দেশ)। কার্যনির্বাহী সদস্যরা হলেন- অনুপ খাস্তগীর (বাসস), এম সায়েম টিপু (কালের কণ্ঠ), সাইফ ইসলাম দিলাল (একুশে টেলিভিশন), মোস্তফা কাজল (বাংলাদেশ প্রতিদিন), শামীম জাহাঙ্গীর (ডেইলি সান), জমির উদ্দিন রাসেল (দি নিউএজ)। নির্বাচন পরিচালনা করেন সাংবাদিক শীলব্রত বড়–য়া, মেজবাহ উদ্দিন জঙ্গী চৌধুরী ও মৃণাল চক্রবর্তী। এর আগে বার্ষিক সভায় সভাপতিত্ব করেন সিজেএফডির বিদায়ী কমিটির সভাপতি সাইফ ইসলাম দিলাল। ২০১৪-১৫ অর্থবছরের সাধারণ সম্পাদকের রিপোর্ট পেশ করেন শামীম জাহাঙ্গীর। -বিজ্ঞপ্তি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সিজেএফডির নতুন কমিটি মোস্তফা কামাল সভাপতি মুজিব মাসুদ সাধারণ সম্পাদক
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ