Inqilab Logo

সোমবার, ২৪ জুন ২০২৪, ১০ আষাঢ় ১৪৩১, ১৭ যিলহজ ১৪৪৫ হিজরী

লুজানে বৈরী আবহাওয়ার কবলে রোমানরা

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১৭ মে, ২০২১, ৮:৩৩ পিএম

এমনিতেই হিম হিম ঠান্ডা। তার সঙ্গে যোগ হিয়েছে বৃষ্টি। সুইজারল্যান্ডের লুজানে এমন বৈরী আবহাওয়ার কবলে পড়ে অনুশীলন করছেন আরচ্যার রোমান সানারা। বাংলাদেশে বর্তমানে ৩৮/৩৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। আর লুজানে ১৫ ডিগ্রির নীচে। অপরূপ সৌন্দর্যের দেশ হলেও সুইজারল্যান্ডের এমন পরিবেশে খেলার অভিজ্ঞতা নেই বাংলাদেশের আরচ্যারদের।

সোমবার অনুশীলন শেষে সামাজিক যোগাযোগ মাধ্যমে কম্পাউন্ড বিভাগে খেলতে যাওয়া বাংলাদেশের একমাত্র আরচ্যার অসীম কুমার দাস বলেন, ‘লুজানে প্রচন্ড ঠান্ডা। সেই সঙ্গে বৃষ্টির মুখোমুখি হতে হচ্ছে আমাদের।’ লুজানে আজ থেকে শুরু হচ্ছে আরচ্যারি বিশ্বকাপ স্টেজ-২ প্রতিযোগিতার মূল পর্ব। রিকার্ভ বিভাগে পুরুষ ও নারী একক, দলগত ও মিশ্র এবং কম্পাউন্ড এককে লড়বে বাংলাদেশ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আরচ্যারি

৩ ফেব্রুয়ারি, ২০২২
১৫ নভেম্বর, ২০২১

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ