Inqilab Logo

মঙ্গলবার ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১, ০২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সেলফি তুলতে গিয়ে জাভায় নৌকাডুবি : ৭ জনের মৃত্যু

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৬ মে, ২০২১, ৮:১৪ পিএম

নৌকাভ্রমণে সেলফি তুলতে গিয়ে ইন্দোনেশিয়ার জাভা দ্বীপের একটি জলাশয়ে নৌকাটি ডুবে ৭ জনের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দুর্ঘটনার কবলে পড়া ওই নৌকাটিতে ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী ছিল। সেন্ট্রাল জাভা পুলিশের প্রধান আহমাদ লুতফি বলেছেন, নৌকাটিতে ২০ জন যাত্রী ছিল। তারা যখন সেলফি তোলার উদ্দেশে নৌকাটির এক পাশে সমবেত হয়, তখন সেটি ডুবে যায়। -এএফপি

জাভা পুলিশ প্রধান সাংবাদিকদের বলেন, ‘অতিরিক্ত যাত্রী নেওয়ার কারণে নৌকাডুবি হয়েছে। সেলফি তোলার জন্য নৌকার ডানপাশে সব যাত্রী গেলে নৌকার ভারসাম্য হারায়। পরে নৌকাটি ডুবে গেলে এই প্রাণহানির ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, শনিবারের ওই নৌকাডুবির ঘটনায় ১১ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। মরেদহ উদ্ধার হয়েছে ৭ জনের। এখনো দুই জনের কোনো খোঁজ পাওওয়া যাচ্ছে না। সেখানে নৌকাভ্রমণ ব্যবস্থাপনার কোনো গলদ ছিল কিনা তা খতিয়ে দেখছে কর্তৃপক্ষ। আহমাদ লুতফি জানিয়েছেন, নৌকাটির চালাচ্ছিল ১৩ বছরের একটি কিশোর। প্রসঙ্গত, ১৭ হাজার দ্বীপবেষ্টিত দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ায় প্রায়ই নৌকাডুবির ঘটনা ঘটে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইন্দোনেশিয়া


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ