মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
গত কয়েকদিন ধরেই চলছে ইসরায়েল-ফিলিস্তিন সংঘর্ষ। গত সোমবার (১০ মে) থেকে শুরু হওয়া সংঘর্ষ আজও চলছে এবং গাজায় বিমান হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। ইসরায়েলের হামলায় এ পর্যন্ত ১৪৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এমন সংঘাতময় পরিস্থিতিতে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে ‘গুরুত্বপূর্ণ’ ফোন কল করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। গত জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের ক্ষমতাগ্রহণের পর এই প্রথম আব্বাসকে ফোন করলেন বাইডেন। শনিবার (১৫ মে) আব্বাসের মুখপাত্রের বরাত দিয়ে আল-জাজিরা এ খবর নিশ্চিত করেছে।
জবাবে মাহমুদ আব্বাস মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে ইসরায়েলের সাথে চলমান সংঘর্ষে হস্তক্ষেপ এবং ফিলিস্তিনে ইসরায়েলি পক্ষের আক্রমণ বন্ধ করার জন্য অনুরোধ করেছেন। এছাড়া আব্বাস মার্কিন প্রেসিডেন্টকে টেলিফোনে ফিলিস্তিনি অঞ্চলটিতে চলমান সহিংসতা সম্পর্কে অবহিত করেছেন এবং ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইস্রায়েলি ব্যবস্থা বন্ধ করার অনুরোধ করেছেন।
ফিলিস্তিনের প্রেসিডেন্ট বাইডেনকে বলেছেন, এই অঞ্চলে ইসরায়েলি দখল প্রত্যাহার না করা পর্যন্ত এই অঞ্চলে সুরক্ষা ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা করা যাবে না। তিনি বলেছিলেন, যে ফিলিস্তিনের জনগণ শান্তি চায় এবং এ বিষয়ে আন্তর্জাতিক সালিশ গ্রহণ করতেও প্রস্তুত রয়েছে। বাইডেন পশ্চিম এশিয়ায় শান্তি প্রতিষ্ঠায় সহিংসতা হ্রাস করার বিষয়েও জোর দিয়েছেন।
ইসরায়েলকে সমর্থন জানিয়ে ওই বিবৃতিতে প্রেসিডেন্ট বাইডেন ইসরায়েলের প্রধানমন্ত্রীকে বলেছেন, গাজা থেকে হামাস ও অন্যান্য সন্ত্রাসী পক্ষের রকেট হামলা ঠেকাতে ইসরায়েলের আত্মরক্ষার অধিকার রয়েছে। আর এই অধিকারের প্রতি তার (বাইডেন) একনিষ্ঠ সমর্থন অব্যাহত থাকবে।
তবে তিনি দুই দেশের মধ্যে চলমান লড়াইয়ে শিশু ও বেসামরিক নাগরিকদের মৃত্যু এবং গণমাধ্যমের কার্যালয় ধ্বংসের ব্যাপারে উদ্বেগ জানিয়েছেন। হামলা থেকে সাংবাদিকদের সুরক্ষিত রাখতে নেতানিয়াহুর প্রতি আহ্বান জানান বাইডেন।
এদিকে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ব্যবহার করতো এ অভিযোগ তুলে গাজায় আল-জালা নামে একটি ১২ তলা ভবনকে গুড়িয়ে দিয়েছে ইসরায়েল। ওই ভবনেই যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) ও কাতারভিত্তিক সম্প্রচারমাধ্যম আল-জাজিরার কার্যালয় ছিল।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।