নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
বাংলাদেশ সফরে আসার আগে জৈব সুরক্ষা বলয়ে প্রবেশ করেছে শ্রীলঙ্কা ক্রিকেট দল। মঙ্গলবার (১০ মে) থেকে শুরু হয়েছে এই বায়ো সেফটি বাবল (বায়োবাবল) বা জৈব সুরক্ষা বলয়। দলীয় স‚ত্র জানিয়েছে, জৈব সুরক্ষা বলয়ে খেলোয়াড়দের সাথে সব কোচ ও কর্মকর্তারাও যোগ দিয়েছেন। মঙ্গলবার থেকে বাংলাদেশ সফরের আনুষ্ঠানিক প্রস্তুতি শুরু করবে লঙ্কানরা। বলয়ে ঢুকার আগে সবার করোনা পরীক্ষা করানো হয়েছে, তাতে নেগেটিভ সনদ নিয়ে ১৮ খেলোয়াড়বিশিষ্ট স্কোয়াড শুরু করেছে বায়োবাবল।
কলম্বো থেকে স‚ত্র জানায়, ‘রবিবার তাদের করোনা পরীক্ষা করানো হয়। সবার নমুনা পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছে।’ লঙ্কান প্রাথমিক স্কোয়াডের দুই অনভিষিক্ত অলরাউন্ডার করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হলেও ম‚ল স্কোয়াডে নেই তারা। বাংলাদেশ সফরের স্কোয়াড আনুষ্ঠানিকভাবে এখনও ঘোষণা করেনি শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। তবে স‚ত্র জানায়, ‘যাদের নমুনা পরীক্ষার ফলাফল পজিটিভ এসেছে তারা স্কোয়াডে নেই।’
আগামী ২৩ মে থেকে স্বাগতিক বাংলাদেশ ও সফরকারী শ্রীলঙ্কার মধ্যকার তিন ম্যাচ ওয়ানডে সিরিজ শুরুর কথা রয়েছে। তার আগে ১৬ মে বাংলাদেশে পৌঁছাবে সফরকারীরা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।